গল্পটি পড়তে পড়তেই শেষ হয়ে গেল। এমন জায়গায় শেষ হলো আকর্ষন রয়েই গেল।কিন্তু এখন.....। মধ্যবিত্ত পরিবারগুলো নানা টানাপোড়েনে চলে এটাই সত্যি। রুদ্রর বাবার জন্য খারাপ ই লাগছে।এমনিতেই তার কিছুই নেই।তার ওপর লোকসান হওয়াতে কি হয় তা কে জানে।বড় সন্তানগুলোর উপর অনেক দায়িত্ব থাকাতে তাদের অনেক কিছুই ত্যাগ করতে হয়।আর আজকাল মানুষ গুলো বড্ড স্বার্থপর হয়।দেখি সামনের পর্বে কি অপেক্ষা করছে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।