একজন বন্ধুকে বিশ্বাস করে তার পরামর্শ অনুযায়ী জীবনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম।তাতে অর্থনৈতিকভাবে সর্বশান্ত হতে হয়েছিল।
এজন্য এখন আর কারো পরামর্শকে গুরুত্বের সাথে মূল্যায়ন করিনা। ভুল হোক অথবা সঠিক হোক নিজের বুদ্ধিতে করি।তাতে ভুল হলেও নিজেকে সান্তনা দিতে পারি।