শোনা কথায় কান দিতে নেই

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শোনা কথা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


loudspeaker-1459128_1280.webp



লিংক

এই পৃথিবীতে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এছাড়াও আমাদের জীবনে এমন এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা অনেক জনের কাছে সে সিদ্ধান্ত সম্পর্কে কিছু জ্ঞান জেনে থাকি। আসলে জীবনের সিদ্ধান্তটা শুধুমাত্র আমাদেরই নিতে হবে। তবুও আমরা বিভিন্ন লোকের কাছ থেকে পরামর্শ নিই যাতে করে আমাদের সেই সিদ্ধান্তে কোন ধরনের কোন রকম ত্রুটি না থাকে। আসলে আমরা যদি বিভিন্ন লোকের কথা শুনে তাদের কথা অনুযায়ী চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের জীবনের পথটা উন্নতির দিকে যেতেও পারে আবার নাও যেতে পারে। এছাড়াও আমাদের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমরা কখনো সামনাসামনি দেখি না শুধুমাত্র অন্য লোকের কথার উপর বিশ্বাস করে আমরা সেই জিনিসটাকে মেনে নিই জীবনে।


আমার মনে হয় যে জীবনে কোন সিদ্ধান্ত এবং অন্যের কথা শুনে কোন কিছু করার কোন মূল্য নেই। অর্থাৎ আপনি যদি অন্যের কথা শুনে আপনার জীবনে বড় ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে নেন এবং এই সিদ্ধান্তের ফলে হয়তোবা আপনার জীবনে বড় ধরনের কোন ক্ষতিও হতে পারে। আসলে এই পৃথিবীতে যে জিনিসগুলো হয় তা সবগুলোতে আমাদের চোখের সামনে হবে এমন কোন কথা নেই। আসলে কিছু কিছু লোক রয়েছে এই সমাজে যারা কখনো মানুষের ভালো করতে চায় না এবং মানুষের মন্দ অন্যান্য লোকের কাছে ছড়িয়ে বেড়ায়। আসলে এইসব লোকের খপ্পরে যদি আমরা একবার পড়ি এবং এসব লোকেদের কথা শুনে যদি সে সব লোকেদের বিরুদ্ধে আমরা কোন ধরনের কঠোর পদক্ষেপ নিয়ে থাকি তাহলে সেই কঠোর পদক্ষেপ নেয়ার পরে আমরা যখন বুঝতে পারব যে এই বিষয়টি সম্পূর্ণ ভুল ছিল তখন আমাদের আর কোন কিছু করার থাকবে না।


আসলে তাই তো কোন জিনিস শোনার পর সে জিনিসটা সত্য না মিথ্যা সেটি প্রথম যাচাই করতে হবে। আসলে এই সত্য মিথ্যা যখন আমরা যাচাই করতে পারব তখন কিন্তু সেই লোকটির বিরুদ্ধে আমরা একটা অ্যাকশন নিতে পারব। আসলে আমরা যদি সত্য মিথ্যা যাচাই না করে কোন লোকের বিরুদ্ধে কোন একটা কটু কথা বলে বসি তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের মুখ ফসকে একবার বেরিয়ে গেলে সেই জিনিসটি কিন্তু আর কখনো আমরা ফিরিয়ে আনতে পারব না। তাইতো আমাদের অবশ্যই উচিত যে কোন কিছু যখন আমরা অন্য কোন লোকের কাছ থেকে জানতে পারবো তখন সেই বিষয়ের সত্যতা যাচাই করতে হবে। এছাড়াও শুধুমাত্র একজন লোকের কাছ থেকে শুনে আমরা জীবনের এমন একটা কোন ধরনের খারাপ ডিসিশন কখনোই নেব না।


যখন সেই একই বিষয়টি আমরা বিভিন্ন লোকের কাছে একই রকম ভাবে জানতে পারব তখন সে জিনিসটা সত্যতা আমরা যাচাই করতে পারব। আসলে এই জীবনে যদি আমরা অন্যের কথা শুনে নিজের জীবনে বড় একটা ক্ষতি করে ফেলি তাহলে কিন্তু আমাদের এই ক্ষতির জন্য তাদের কোন কিছু যায় আসে না। শুধুমাত্র ক্ষতিটা আমাদের নিজেদেরই হবে জীবনে। আর এজন্য আমাদের সব থেকে মনে হয় যে জিনিসটা আপনার সামনে হবে বা যে জিনিসটা আপনি আপনার স্বচক্ষে দেখতে পাবেন আপনি সেই জিনিসটাকে অবশ্যই বিশ্বাস করবেন। আর এর ফলে দেখবেন যে আপনার এই বিশ্বাসের জন্য কিন্তু লোকজন আপনাকে ভালোবাসবে এবং আপনার কাছে কোন ধরনের খারাপ মন্তব্য নিয়ে যাওয়ার কোন ধরনের সাহস তারা আর করবে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 4 days ago 

শোনা কথায় কান দিতে নেই তবে এই কথাটা আমরা মুখেই বলি কিন্তুু মানতে নারাজ।শোনা কথাকেই আমরা বিশ্বাস করি বেশি।শোনা কথায় কান দিলে আমাদের অনেক ক্ষতি হয়ে থাকে তাই অবশ্যই শোনা কথায় কান দিতে নেই।চমৎকার টপিক নিয়ে আজকের পোস্ট। বেশ ভালো লাগলো।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

একজন বন্ধুকে বিশ্বাস করে তার পরামর্শ অনুযায়ী জীবনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম।তাতে অর্থনৈতিকভাবে সর্বশান্ত হতে হয়েছিল।
এজন্য এখন আর কারো পরামর্শকে গুরুত্বের সাথে মূল্যায়ন করিনা। ভুল হোক অথবা সঠিক হোক নিজের বুদ্ধিতে করি।তাতে ভুল হলেও নিজেকে সান্তনা দিতে পারি।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104276.64
ETH 3847.01
SBD 3.34