ঠিক বলেছেন দিদি শীতে ফাস্টফুড জাতিয় খাবারের প্রতি আকর্ষণ বাড়ে বেশি। দোকানে বাসি তেলে ভাজে এবং তা তেমনটা সাস্থ্যকর হয় না কিন্তুু বাড়িতে তৈরি করে খেলে খুব ভালো হয় স্বাস্থ্যের জন্য। আপনি চমৎকার সুন্দর লোভনীয় এগরোল বানিয়েছেন দেখেই তো লোভ লেগে গেলো।খেতে ভীষণ মজাদার এই এগরোল।ধাপে ধাপে এগ রোল তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।