দুঃখজনক ঘটনা। আসলে ছোট ছোট বিষয়গুলো নিয়েই অনেক বড় আকার ধারণ করে। এজন্য খুব সাবধানতার সঙ্গে আমাদেরকে চলা উচিত কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে এগুলো ভাবা উচিত। সুন্দর দুটি পরিবার ভুলের কারণে নিমিষেই শেষ হয়ে গেল। প্রতিবন্ধী বাচ্চার সাথে ও রকম চেচামেচি না করলেও পারতেন আবার প্রতিবন্ধী বাচ্চার মামারা এসে গায়ে না হাত তুলে অন্যভাবেও বোঝাতে পারতেন বিষয়টা । ঘটনাটি তুলে ধরে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।