You are viewing a single comment's thread from:
RE: ছোটবেলায় কালবৈশাখীর সাঁঝে আম কুড়ানোর মজা
খুব ভালো লাগলো শৈশবের আম কুড়ানোর গল্পটি।ছোটবেলায় যারা গ্রামে ছিলো তারা এই গল্পটি পড়তে পড়তে নিজের ছোটবেলায় চলে যাবে নিঃসন্দেহে।এবং নিজের শৈশবের স্মৃতিচারণ করে ফেলবে। সব থেকে বেশি ভালো লেগেছে আমের আঠা ওঠানো এবং বাঁধানো পুকুর ঘাটে গিয়ে ঝিনুক বের করে আমের ছাল ছড়িয়ে নুন,লঙ্কা দিয়ে নালে ঝোলে উস উস করে আমের গুটি গপগপ করে খাওয়ার স্মৃতিচারণ।ধন্যবাদ দাদা খুব সুন্দর ছোটবেলার স্মৃতিচারণ করে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।