এটা সত্য, যে কোনো ইনভেস্টর কোনো কয়েন কেনার পূর্বেই খুব ভালোভাবেই যাচাই করে নেয় সেই কয়েন কতটুকু ট্রাস্টেড। সেই দিক থেকে আমাদের পুশ পরিপূর্ণ ভাবে ট্রাস্টেড। তাই আশা করা যায় দিন যতো যাবে আমাদের এই স্বপ্নের কয়েন কে নিয়ে আলোচনা সমালোচনা হবে এবং নতুন নতুন ইনভেস্টর অ্যাড হবে। সেই সাথে আমাদেরও প্রত্যেকের উচিত এই পুশ কয়েন কে নিয়ে লেখালেখি করা ,নতুনভাবে চর্চা করা। যাতে আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে। সকলের শীর্ষে পৌঁছায়।পুশ কয়েনের প্রতি উৎসাহ দিয়ে দারুন কিছু কথা লিখেছেন।