$PUSS জনপ্রিয়তার শীর্ষে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

$PUSS নিয়ে লেখালেখি করা থেকে নিজেকে বিরত রাখা বর্তমানে একদম অসম্ভব হয়ে পরেছে। আর অসম্ভব হয়ে পরার একটিমাত্র কারণ হলো, যেহেতু এটি আমাদের কয়েন। তাই আসলে নিজেকে এটা থেকে বিরত রাখা খুব কঠিন হয়ে পরেছে। আর একটি ব্যাপার হলো, এখন বলা চলে আমাদের এই কয়েন এখন অনেক বেশি জনপ্রিয়। তাই সকলের মুখে এই কয়েন এর চর্চা রয়েছে।

PUSS কয়েন জনপ্রিয়তার শীর্ষে হওয়ার একটি মূল কারণ রয়েছে এবং মূল কারণটি হলো যেহেতু এই কয়েন এর কার্যকারিতা এবং জনপ্রিয়তা অনেক বেশি। এবং সে সাথে এটার একটি ট্রাস্টেড কয়েন তাই আসলে এটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। একটি ব্যাপার হলো যে কয়েনগুলো অনেক বেশী ট্রাস্টেড এবং লং টার্ম এর জন্য হয়। সেই কয়েনগুলো নিয়ে আসলে আলোচনাটাও বেশি হয়। কারণ স্বাভাবিকভাবেই আপনি যখন কোনো কয়েন এ ইনভেস্ট করতে যাবেন। তখন আপনি অবশ্যই চেক করবেন যে ওই কয়েনটি ট্রাস্টেড কিনা।

শুধু তাই নয়, আপনি এটাও চেক করবেন যে। ওই কয়েন এর ইউটিলিটি কেমন কিংবা ঐ কয়েন নিয়ে কতোটা ভালো কাজ করছে সহ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সবকিছু মিলিয়ে যখন আপনি দেখবেন যে একটি কয়েন এর প্রায় সবগুলোই পজেটিভ দিক। তখনই কিন্তু ওই কয়েন সম্পর্কে আপনি ইন্টারেস্টেড হবেন এবং আপনি আপনার আশেপাশের মানুষদের জানাবেন।

ঠিক একই ভাবে আমাদের puss জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। কারণ যতো সময় যাচ্ছে ততো বেশি এই কয়েন সম্পর্কে আলোচনা সমালোচনা হচ্ছে। এই কয়েন এখন অনেক বেশি জনপ্রিয় আর puss coin কে জনপ্রিয়তার শীর্ষে ধরে রাখার একমাত্র দায়িত্ব হলো আমাদের। কারণ এই PUSS কয়েন হলো আমার বাংলা ব্লগ কমিউনিটি। তাই আপনাদের এখন যেটা করতে হবে, সেটা হলো এই কয়েন সম্পর্কে অনেক বেশি বেশি লেখালেখি করা, এই কয়েন সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করা এবং এই কয়েন এর পজেটিভ দিকগুলো সকলের সামনে তুলে ধরা।

ABB.gif

Sort:  
 2 days ago 

এটা সত্য, যে কোনো ইনভেস্টর কোনো কয়েন কেনার পূর্বেই খুব ভালোভাবেই যাচাই করে নেয় সেই কয়েন কতটুকু ট্রাস্টেড। সেই দিক থেকে আমাদের পুশ পরিপূর্ণ ভাবে ট্রাস্টেড। তাই আশা করা যায় দিন যতো যাবে আমাদের এই স্বপ্নের কয়েন কে নিয়ে আলোচনা সমালোচনা হবে এবং নতুন নতুন ইনভেস্টর অ্যাড হবে। সেই সাথে আমাদেরও প্রত্যেকের উচিত এই পুশ কয়েন কে নিয়ে লেখালেখি করা ,নতুনভাবে চর্চা করা। যাতে আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে। সকলের শীর্ষে পৌঁছায়।পুশ কয়েনের প্রতি উৎসাহ দিয়ে দারুন কিছু কথা লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.035
BTC 99263.97
ETH 2789.79
SBD 3.34