আমি বুঝিনা বর্তমান সময়ে অধিকাংশ প্রেম-ভালোবাসা গুলিই এরকম হয়ে গেছে যে একজন আরেকজনকে ভালোবাসে মন প্রাণ দিয়ে কিন্তু অপরজন শুধুমাত্র ঠকানোর ধান্দায় থাকে। আমি বুঝিনা এই বিষয়গুলি কেনো হয়ে থাকে। আপনি ঠিকই বলেছেন কিছু মানুষ তো জোর করেই ভালোবাসা পেতে চায়। কিন্তু ভালোবাসা তো জোর করে পাবার জিনিস নয়। ঠিক বলেছেন ভালোবাসার মানুষটাকে পাই বা না পাই তাকে কখনো অভিশাপ দিবো না। তবে সঠিক মানুষকে ভালবাসতে হবে উলুবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই শুধু কষ্টই মিলবে।