এককেন্দ্রিক ভালবাসা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে এককেন্দ্রিক ভালবাসা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


female-2750467_1280.png



লিংক

এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। আসলে আমরা যদি মানুষকে ভালো না বাসতে পারি তাহলে আমাদের মধ্যে এত সুন্দর সুন্দর সম্পর্ক কখনো তৈরি হবে না। আসলে ভালোবাসার মানুষটিকে কাছে পেতে হবে এমন কোন কথা নেই। কিন্তু জোর করে ভালোবাসা এই জিনিসটা একটা খারাপ বিষয়। এই পৃথিবীতে আমরা যখন কোন একটা মানুষকে সবসময় মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং সেই মানুষটা আমাদেরকে সবসময় মন প্রাণ দিয়ে ভালবাসে তাহলে সেখানে ভালবাসার পূর্ণতা আমরা দেখতে পাই। কিন্তু এই পৃথিবীতে সব থেকে কষ্টকর হলো এককেন্দ্রিক ভালোবাসা। অর্থাৎ আপনি আপনার প্রিয় মানুষটিকে মন প্রাণ দিয়ে ভালবাসেন এবং আপনার প্রিয় মানুষটি আপনাকে কখনো মন প্রাণ দিয়ে ভালবাসেনি।


আসলে এই জায়গায় কিন্তু কখনো ভালোবাসা পূর্ণতা পায় না। আসলে এখানে শুধুমাত্র কষ্ট ছাড়া আর কোন কিছুই থাকেনা। কেননা এই পৃথিবীতে এখন ভালোবাসা অনেকটা সস্তা হয়ে গেছে। এখন শুধুমাত্র মানুষ মানুষকে ভালবাসে এবং তাদের কাছ থেকে তাদের সর্বস্ব কেড়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করে। আসলে একটা মানুষ যখন অন্ধের মত অন্য একটা মানুষকে ভালোবাসে তাহলে তার উচিত তাকে সবসময় মন প্রাণ দিয়ে ভালোবাসা। কিন্তু সেই মানুষটা যদি তার ভালোবাসার দুর্বলতার সুযোগে তাকে কষ্ট দেয় এবং তার কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয় তাহলে এই ভালোবাসা থাকার থেকে না থাকা অনেক বেশি ভালো। কেননা আমরা একটা জিনিস সব সময় লক্ষ্য করে দেখি যে এখনকার সময় মানুষ সব সময় জোর করে ভালোবাসার চেষ্টা করে।


আর এইসব মানুষ কখনো বুঝতে চেষ্টা করে না যে ভালোবাসা কখনো জোর করা হয় না। ভালোবাসার এমন একটা জিনিস যা মানুষের মনের ভিতর থেকে বেরিয়ে আসে। আর সেখানে যদি আমরা জোর করে অন্য একটা মানুষকে ভালবাসতে চেষ্টা করি তাহলে সেখানে ভালবাসার অর্থ পুরো শূন্য। আসলে অনেকেই রয়েছে যারা ভালোবেসে তারা তাদের প্রিয় মানুষটিকে কখনো জীবনে পায়নি। আসলে ভালোবাসার অর্থ কি প্রিয় মানুষটাকে আপন করে পাওয়া। একটা মানুষ দূরে থাকলেও কিন্তু তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় এবং তার সব সময় সুস্থতা কামনা করা যায়। ধরুন আপনি একজনকে ভালোবেসেছেন এবং তার অন্য কারো সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল। কিন্তু তার বিয়ে সম্পূর্ণ হওয়ার শর্তেও আপনি তাকে ভালবাসতে পারবেন দূর থেকে।


আসলে ভালোবাসার মানুষটি যদি আমাদের জীবনে না পাওয়া যায় তাহলে আমরা তাকে কখনো অভিশাপ দেব না। বরং সব সময় প্রার্থনা করব যে যাতে করে সে আরো বেশি সুখে শান্তিতে দিন যাপন করতে পারে। আসলে কাছে না পেলেও সেই মানুষটিকে ভালোবাসা যায়। ভালোবাসার অর্থ কিন্তু বিশাল। আর এজন্য আমরা সব সময় চেষ্টা করব জোর করে কাউকে কখনো ভালো না বাসার। কেননা আমরা যদি জোর করে কারো কাছ থেকে ভালোবাসা পেতে চাই তাহলে কিন্তু আমরা সেখানে ভুল করব। তাইতো আমাদের একটা জিনিস সব সময় চিন্তা ভাবনা করা উচিত যে এই পৃথিবীতে একদিকে ভালোবাসা যেমন সস্তা নয় তেমনি অন্যদিকে আমরা মানুষকে বুঝে শুনে ভালোবাসবো। কেননা আমরা যদি উলুবনে মুক্ত ছড়াই তাহলে সেখানে ভালোবাসার কোন মানে থাকবে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 6 hours ago 

আমি বুঝিনা বর্তমান সময়ে অধিকাংশ প্রেম-ভালোবাসা গুলিই এরকম হয়ে গেছে যে একজন আরেকজনকে ভালোবাসে মন প্রাণ দিয়ে কিন্তু অপরজন শুধুমাত্র ঠকানোর ধান্দায় থাকে। আমি বুঝিনা এই বিষয়গুলি কেনো হয়ে থাকে। আপনি ঠিকই বলেছেন কিছু মানুষ তো জোর করেই ভালোবাসা পেতে চায়। কিন্তু ভালোবাসা তো জোর করে পাবার জিনিস নয়। ঠিক বলেছেন ভালোবাসার মানুষটাকে পাই বা না পাই তাকে কখনো অভিশাপ দিবো না। তবে সঠিক মানুষকে ভালবাসতে হবে উলুবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই শুধু কষ্টই মিলবে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 102257.99
ETH 3267.52
SBD 3.98