দোয়া করি আপনার অফিসের ব্যস্ততা লাঘোব হোক। আপনি সঠিক বলেছেন মটরশুটি আমাদের জন্য বেশ পুষ্টিকর। সাথে সারা বছর কেউ খেজুর গাছের দিকে নজর না দিলেও শীতকালে ঠিকই খেয়াল করি। যাই হোক ফটোগ্রাফি গুলি ও চমৎকার ছিলো বর্ণনার সাথে। খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি পোস্টটি। বুনোফুল এবং খেজুর গাছের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে।
আমার অফিসের ব্যাস্ততা বেড়েই চলেছে ভাই। যাক তবুও চেষ্টা করে যাচ্ছি ভালো ছবি উপহার দেয়ার।