আমার তোলা আলোকচিত্র।
|
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। শুক্রবার মানে কি আমার ফটোগ্রাফি দিবস এবং আমি চেষ্টা করি সবসময়ই বেশ চমৎকার কিছু ছবি আপনাদের সামনে উপস্থাপন করার।
ইদানিং আমি ভীষণ ব্যস্ত সময় পার করছি আমার অফিসের কাজে, তবুও যখনই সুযোগ পাচ্ছি এবং যেখানেই যাচ্ছি ছবি তোলার চেষ্টা করে করছি। ছবি তোলা আমার কাছে অনেকটা নেশার মত ব্যাপার এবং বেশ ভালো লাগা কাজ করে ছবিগুলো তোলার সময়। যাইহোক চলুন দেখে নেয়া যাক কোন কোন ছবিগুলো আজকে ফটোগ্রাফি পোস্টে স্থান পেয়েছে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
সারা বছর খেজুর গাছের দিকে কেউ নজর না দিলেও শীতকালের দিকে একটু বেশি সবাই খেয়াল করে এই গাছটির দিকে। কারণ হলো শীতকালের এই খেজুরের রস খাওয়ার ধুম পড়ে যায় চারিদিকে এবং এই খেজুরের রস থেকে চমৎকার গুড় তৈরি হয়। যাইহোক আমি সেই চমৎকার খেজুর গাছের ছবি তোলার চেষ্টা করেছি। আশা করি আমার ছবিগুলো আপনাদের ভালো লেগেছে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
মটরশুটি ভীষন পুষ্টিকর একটি জিনিস। অনেকেই মটরশুঁটি বিভিন্ন ভাবে খেয়ে থাকে। আমার কিন্তু বিরিয়ানিতে এবং মটরশুঁটি ভেজে খেতে সব থেকে বেশি ভালো লাগে। খুব কাছ থেকে ছবিগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি আশা করি এই ছবিগুলো আপনাদের নজর কাড়তে পেরেছে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
বুনো ফুল সবসময়ই নজর কাড়ে আমার। এই অবহেলিত ফুলগুলো প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। এরা না থাকলে হয়তো প্রকৃতি এত সুন্দর হতো না। যাই হোক ছবিগুলো ভীষণ কাছ থেকে তুলেছি এবং বেশ পরিষ্কার সৌন্দর্য বোঝা যাচ্ছে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এই মাছগুলোকে মনে হয় বাইম মাছ বলে। তবে একেক এলাকায় এর হয়তো একেক ধরনের নাম হতে পারে। অনেকদিন থেকে এই মাছটি খাওয়া হয় না সেদিন হুট করেই বাজারে এই মাছের ছবি দেখে খুব ইচ্ছে হলো ছবি তুলে রাখি।
পরিশেষ
এই ছিল আমার আজকে আয়োজন, আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
আজকাল যেন ফটোগ্রাফি আমাদের কাছে একটি নেশা হয়ে গেছে। আপনি দারুন সুন্দর করে নিজের দক্ষতা দিয়ে বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের ফটোগ্রাফি দেখে আমার কাছে কিন্তু দারুন ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপু।
আমি চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে কিছু ভালো ছবি উপহার দেয়ার।
ভাইয়া আপনি ব্যস্ততার মাঝেও আপনার ফটোগ্রাফি দিবস ঠিক মতো পালন করেছেন দেখে ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। ঠিক বলেছেন সারা বছর খেজুরের গাছের দিকে নজর না দিলেও শীতের সময়ে সবাই যেন গাছের নিচে সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। বুনো ফুল দেখতে অনেকটা কসমস ফুলের মতো দেখাচ্ছে। মটরশুটি আমার খুব পছন্দ। শীতের সময়ে সবজির সাথে দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমনি বিরিয়ানির সাথে দিয়ে খেতেও খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব ভালো ছবি উপহার দিতে। খেজুর গাছগুলোর দিকে শীতকালে বেশি নজর দিয়ে থাকি আমরা।
ছবি তুলে যে আপনার নেশা তা আপনার ফটোগ্রাফি পোস্ট বোঝা যায়। জীবনের ব্যস্ততা তো কোনদিনই কমবে না আমরা প্রত্যেকেই চরম ব্যস্ত। তারপরেও যে আপনি ফটোগ্রাফি তুলেন এবং আমাদের জন্য পোস্ট করেন তা সত্যিই প্রশংসনীয়।
অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝেই শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে অনেক দিন পরে বাইম মাছ দেখতে পেলাম। এছাড়াও খেজুর গাছের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
ধন্যবাদ ভাই।
আমার ছবির মাধ্যমে অনেকদিন পর বাইম মাছ দেখতে পেলেন জেনে ভীষণ ভালো লাগলো।
দোয়া করি আপনার অফিসের ব্যস্ততা লাঘোব হোক। আপনি সঠিক বলেছেন মটরশুটি আমাদের জন্য বেশ পুষ্টিকর। সাথে সারা বছর কেউ খেজুর গাছের দিকে নজর না দিলেও শীতকালে ঠিকই খেয়াল করি। যাই হোক ফটোগ্রাফি গুলি ও চমৎকার ছিলো বর্ণনার সাথে। খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি পোস্টটি। বুনোফুল এবং খেজুর গাছের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে।
আমার অফিসের ব্যাস্ততা বেড়েই চলেছে ভাই। যাক তবুও চেষ্টা করে যাচ্ছি ভালো ছবি উপহার দেয়ার।
আপনার ব্যস্ত সময়ের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আজ।আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। বিশেষ করে খেজুর গাছের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে।শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই।
খেজুর গাছের ছবিগুলো আমার কাছেও ভীষণ ভালো লেগেছে।
খুব বেশী ব্যস্ততায় সময় কাটলেও আপনি আজ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে আমার বেশী ভালো লেগেছে খেজুর গাছের ফটোগ্রাফি গুলো। আর বাইম মাছ আমার খুব পছন্দ ভাইয়া।তবে বাইম মাছ এমন আস্ত দেখলে আমি আর খেতে পারিনা।কেমন যেনো লাগে।😂কেটে কুটে পরিষ্কার করে দিলে আর কোন সমস্যা হয়না।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
আমি নিজেও বাইম মাছ খেতে ভীষণ পছন্দ করি। তবে অনেকদিন আনা হয়নি 😕
আপনি ব্যস্ত থাকার পরও আজকে চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাইম মাছ এবং বুনো ফুলের ফটোগ্রাফিটি। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে ভাই।