You are viewing a single comment's thread from:
RE: এডমিশন জার্নি||জার্নি টু খুলনা
আমার মনে হচ্ছিল কয়েকবছর সময় পার হল।
পরীক্ষার হলে যারা থাকে তাদের সময় কুলায় না ,আর যারা তাদের জন্য অপেক্ষা করে বাইরে তাদের মনে হয় বছর কেটে যাচ্ছে এরকম টাই আর কি হা হা হা। সঠিক বলেছেন আপনি বাংলাদেশে সময় অনুযায়ী জায়গায় পৌঁছানোটাই বড় পাপ। তারউপর আবার বাসে সামনের সিট আর পিছনের আন্টির গল্প শুনে তো হাসি পেয়ে গেলো। সাখের করাতের মতো অবস্থা। যাইহোক আপনার বোন অবশেষে ভালোভাবে এক্সাম দিতে পেরেছে এটাই অনেক।শুভ কামনা রইলো বিন্দুর জন্যে।আশা করি ভালো কিছু হবে।
আপনার প্রার্থনা ঈশ্বর মঞ্জুর করুক।আসলেই পরীক্ষায় বসলে সময় কোন দিক দিয়ে যায় বোঝাই যায়না। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।