14 থেকে 15 টি দোকান ঘুরেছেন পড়ে তো অবাক হয়ে গেলাম। তবে যেহেতু নলেজ নিতে গিয়েছেন কিনতে নয় এ হিসেবে এটাই ঠিক আছে। বেশ কয়েকটি টাইলসের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখতেছি। আপনি ঠিকই বলেছেন সাদা টাইপের টাইলসগুলোতে রুম বেশ উজ্জ্বল দেখায়। আমিও ব্যক্তিগতভাবে সাদা টাইলসের উপর হালকা প্রিন্ট যেগুলোতে ওগুলোই পছন্দ করি। যাই হোক বাড়ি করা কিন্তু চাট্টিখানি কথা নয় যেহেতু আপনার কাকু আপনাকে এই দায়িত্ব দিয়েছে, প্রার্থনা করি সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন।