টাইলস দেখতে যাওয়া
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম । আজকের এই ব্লগে টাইলস দেখতে যাওয়া নিয়ে কিছু কথা শেয়ার করব। এর আগের দিনের একটি ব্লগে ইট দেখতে যাওয়া নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে আমার এক কাকু বাড়ি তৈরি করবে তাই বাড়ি তৈরির প্রয়োজনীয় জিনিসগুলো আগে থেকেই দেখা শুরু করেছি। যার ফলে বাড়ি তৈরি করার সময় সব কিছুই সহজে বুঝতে পারা যাবে । আসলে বাড়ি তৈরি করার পূর্ব নলেজ আমার নেই । যেহেতু কাকু আমাকে এই দায়িত্বটা দিয়েছে তাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন বিষয়গুলো দেখছি এবং জ্ঞান অর্জন করছি।
গতকালকে দুপুর থেকেই বিভিন্ন দোকানে ছুটে বেরিয়েছি এই টাইলস দেখার জন্য । আসলে টাইলসের অনেক ভ্যারাইটিজ রয়েছে। যখন বেরিয়েছি এসব দেখতে তখনই বুঝতে পেরেছি, আগে একদমই ধারণা ছিল না। যাইহোক, বিভিন্ন ব্রান্ড এর টাইলস, লোকাল টাইলস, কোথা থেকে আসে সবকিছুর একটা নলেজ অলরেডি আমার হয়ে গেছে গতকাল ঘুরে ঘুরে। গতকালকে প্রায় ১৪ থেকে ১৫ টি টাইলসের দোকানে গেছিলাম । তার ভিতরে কিছু লোকাল দোকান ছিল এবং কিছু ব্র্যান্ডেড দোকান ছিল। আসলে বিভিন্ন কালারের এবং বিভিন্ন ভ্যারাইটির টাইলস হয়ে থাকে । তবে আমি একটু সাদা টাইপের টাইলস গুলো দেখছিলাম কারন এগুলো দিলে রুম অন্ধকার মনে হয় না, রুমটা বেশ আলোকিত থাকে। এই কারণে এগুলোই বেশি দেখছিলাম।
বারাসাতে ব্যারাকপুর রোডে এই টাইলসের অসংখ্য দোকান ই রয়েছে। স্কুটি নিয়ে এক এক করে আমি এবং দাদা অনেকগুলো দোকান ঘুরে বেড়িয়েছিলাম এবং দাম সম্পর্কে একটা ভালো আইডিয়া করে নিয়েছিলাম। মোটামুটি ভাবে ৪০ টাকা থেকে শুরু করে ২৪০ টাকা পর্যন্ত প্রতি স্কয়ার ফিটে এই টাইলস গুলো দেখতে পেয়েছিলাম। যাইহোক, টাইলস কেনার যেহেতু দেরি আছে তাই এই সম্পর্কে শুধু নলেজ নিয়ে ই বাড়ি আসি।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | ব্যারাকপুর রোড, বারাসাত , নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
@tipu curate
Upvoted 👌 (Mana: 3/4) Get profit votes with @tipU :)
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার এক কাকু বাড়ি তৈরি করবে সেই ক্ষেত্রে আপনি টাইলস দেখতে গিয়েছিলেন। তবে টাইলস দেখতে গিয়ে আপনারও অনেক অভিজ্ঞতা হয়ে গেল। আমার কাছে মনে হয় ফ্লোরে পারার জন্য সাদা রঙের টাইলস গুলো অনেক ভালো। খুব সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছেন ভাইয়া যেন ভালো লাগলো ধন্যবাদ।
আসলে বাড়ি তৈরির কাজ শুরু করার আগে, অনেক কিছু যাচাই-বাছাই করতে পারলে ভালো হয়। এতে করে কাজটা সুন্দর ভাবে সম্পন্ন করা যায় এবং দামেও সাশ্রয় হয়। যাইহোক আপনার কাকু বাড়ি তৈরি করবে বলে আপনি টাইলস দেখতে গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
14 থেকে 15 টি দোকান ঘুরেছেন পড়ে তো অবাক হয়ে গেলাম। তবে যেহেতু নলেজ নিতে গিয়েছেন কিনতে নয় এ হিসেবে এটাই ঠিক আছে। বেশ কয়েকটি টাইলসের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখতেছি। আপনি ঠিকই বলেছেন সাদা টাইপের টাইলসগুলোতে রুম বেশ উজ্জ্বল দেখায়। আমিও ব্যক্তিগতভাবে সাদা টাইলসের উপর হালকা প্রিন্ট যেগুলোতে ওগুলোই পছন্দ করি। যাই হোক বাড়ি করা কিন্তু চাট্টিখানি কথা নয় যেহেতু আপনার কাকু আপনাকে এই দায়িত্ব দিয়েছে, প্রার্থনা করি সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন।