ভাই আমি তো উত্তরবঙ্গের এক কোণে রয়েছি। গত গত দুইদিন থেকে সূর্যের দেখা হয়নি। বাতাসের আদ্রতা এতটাই বেড়েছে যে বয়স্ক লোকগুলো ঘরের বাইরে ঠিকমতো ঘুরে বেড়াতে পারছে না। কিছুদিন আগেই কিন্তু আবহাওয়া মোটামুটি নরমাল ছিল। হঠাৎ এতটা চেঞ্জ হলো কেন বোঝা মুশকিল। প্রার্থনা করি স্রষ্টা যেন খুব তাড়াতাড়ি আমাদের মাঝে স্বাভাবিক ওয়েদার নিয়ে আসেন। এটাই বলব আপনার ঐ দিকের মতোই আমাদের রংপুরেও অবস্থা একই। এখানে বাড়িয়ে বলার মত কিছুই বলেননি ভাই।
এই শীতে বয়স্ক মানুষের জন্য জীবন আসলেই বেশ কষ্টসাধ্য হয়ে গিয়েছি ভাই।