আপনি ঠিকই বলেছেন ভাই ইউরোপের কান্ট্রিগুলোতে মূলত ভৌগোলিক অবস্থার প্রেক্ষিতে ঐরকম শীতের প্রভাব লক্ষ্য করা যায়। পক্ষান্তরে যদি এশিয়ার দেশ আমাদের বাংলাদেশের কথা যদি বলি, তাহলে আমার বাংলাদেশেই সেরা। কেননা আমার দেশ নাতিশীতোষ্ণ। এত কিছুর মধ্যেও আসলেই আমাদের কাছে শীতকাল টাই সবথেকে প্রিয়। আর অতীতের শীতকাল ছিল অসামান্য সুন্দর। অতীতের শীতকাল নিয়ে অনুভূতিমূলক পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।