পুরনো শীতকাল।

in আমার বাংলা ব্লগyesterday

আজ- ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000049231.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডাটা খুব একটা নেই বললেই চলে। তবে এই ওয়েদারটা ভালোই লাগছে। খুব একটা ঠান্ডা না আবার গরমও তেমন একটা নেই। স্লো করে ফ্যান ছেড়ে পাতলা কম্বল বা কাঁথা জড়িয়ে দিয়ে বেশ আরাম করে ঘুমানো যায়। মাঝে মাঝে ভাবি এরকম একটা ওয়েদার সবসময় থাকলেই ভাল হত। তখন ঠান্ডার কোন প্যারা থাকতো না, গরমের কোন অস্থিরতা থাকতো না। বেশ আনন্দে সময় গুলো কাটানো যেটা।

আমি সবসময় একটা কথা বলি যে, ওয়েদার আমাদের জীবনে অবশ্যই প্রভাব ফেলে। দেখুন আপনি যদি ইউরোপ কান্ট্রি গুলোর কথা চিন্তা করেন তাহলে ওই সকল শীত প্রধান দেশগুলোর মানুষের কালচার চলাফেরা ধরন এবং খাদ্য অভ্যাস কিন্তু আমাদের এশিয়ান কান্ট্রির মানুষগুলো থেকে অনেকটাই ভিন্ন। আর এত সকল ভিন্নতার পিছনের কারণটার অনেকটা জুড়ে রয়েছে ভৌগলিক অবস্থান অর্থাৎ দেশের আবহাওয়া । ইউরোপের দেশগুলোতে প্রচন্ড শীতল আর বিপরীতে এশিয়ান কান্ট্রি গুলোতে রয়েছে প্রচন্ড উত্তাপ। যার কারণে অনেক বিষয়ে ভিন্নতা রয়েছে এই সকল দেশগুলোর মধ্যে।

তবে যত যায় বলি না কেন আমার দেশ আমার কাছে সেরা মনে হয় অন্তত ওয়েদারের দিক থেকে। কেননা পুরো বছরে আমরা ছয়টি ঋতুর স্বাদ উপভোগ করতে পারছি। গ্রীষ্ম, বর্ষা শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই সময় গুলোতে প্রকৃতি সেজে ওঠে ভিন্ন ভিন্ন রূপে। আর প্রকৃতির এমন ভিন্ন রূপ দেখে মনটা একেবারে ভরে যায়।

আর এত সকল ঋতুর ভিড়ে আমাদের অধিকাংশ মানুষেরই পছন্দের ঋতু হচ্ছে এই শীতকাল। সারা বছর ধরে মানুষ অপেক্ষায় থাকে কখন এই শীতের ঋতু টি আসবে। শীতকাল মানে যে শুধুমাত্র কুয়াশা আর ঠান্ডা নিয়ে আসে তা কিন্তু নয়। শীতকাল মানেই হচ্ছে অন্যরকম একটা আমেজ। শীতকাল মানে যেন মনে হয় নতুন একটি বছরের আগমন। নতুন করে শুরু সবকিছু। ছাত্র জীবনের শীতকাল মানে মনে হতো বেড়ানোর একটা সময়। সারা বছরই কর্মব্যস্ততা এবং পড়াশোনার মাঝে থেকে শীতকাল টাই নির্ধারণ থাকতো শুধুমাত্র বেড়াতে যাওয়ার জন্য। এরপর বার্ষিক পরীক্ষা দেওয়া শেষে নতুন ক্লাসে ভর্তি হওয়া। নতুন ড্রেস, নতুন স্কুল ব্যাগ, নতুন জুতো এসব কিছু নিয়ে যেন মনের মধ্যে একটা আনন্দ কাজ করতো। এখন যদিও জীবন থেকে এই সকল বিষয়গুলো অনেকটা পিছিয়ে গিয়েছে। তারপরে ও পুরানো সেই সকল দিনের কথা স্মরণে আসলে বেশ ভালো লাগে।

আসলে প্রকৃতির মতই আমাদের জীবনের সময় গুলো পরিবর্তন হয়ে যায়। আর এই পরিবর্তনটা মেনে নিতে নিতে আমরা যে কতটা দূরে চলে আসি তাই একসময় উপলব্ধি করি। আমরা নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ আমাদের শৈশব টাকে খুব বেশি মিস করি। কিন্তু এটা অস্বীকার করার কোন উপায় নেই যে আমরা শৈশবে চাইতাম আজকের এ সময়গুলোতে আসার। তখন ভাবতাম যে কখন বড় হব, কখন ওই পর্যায়ে পৌঁছাব। তবে এখন এই পর্যায়ে পৌঁছে সেই শৈশবের সময়টার কথা ভাবছি। অদ্ভুত না বিষয়গুলো। যাইহোক স্মৃতি আমাদের মনে যেমন আনন্দ দেয় তেমননি মনটাকে ভারাক্রান্ত করে তোলে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 yesterday 

আপনি ঠিকই বলেছেন ভাই ইউরোপের কান্ট্রিগুলোতে মূলত ভৌগোলিক অবস্থার প্রেক্ষিতে ঐরকম শীতের প্রভাব লক্ষ্য করা যায়। পক্ষান্তরে যদি এশিয়ার দেশ আমাদের বাংলাদেশের কথা যদি বলি, তাহলে আমার বাংলাদেশেই সেরা। কেননা আমার দেশ নাতিশীতোষ্ণ। এত কিছুর মধ্যেও আসলেই আমাদের কাছে শীতকাল টাই সবথেকে প্রিয়। আর অতীতের শীতকাল ছিল অসামান্য সুন্দর। অতীতের শীতকাল নিয়ে অনুভূতিমূলক পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 105945.73
ETH 3264.87
SBD 5.14