আম কাঁঠালের সময় কিন্তু সামনে আসতে চলেছে। চতুর্দিকে আম কাঠালের এর সুগন্ধিতে ভরে উঠবে। কিন্তু গত বছরের করা আপনার আম কাঁঠাল এবং লিচুর ভিডিওগ্রাফি দেখতে পেরে বেজায় ভালো লাগলো আপু। ভিডিওগ্রাফি করতে আপনি তো ভীষণ এক্সপার্ট দেখতেছি। নতুন আম কাঁঠাল আসলে আশা করি পুনরায় এরকম ভিডিওগ্রাফি দেখতে পারব। ভীষণ সুন্দর হয়েছে আপনার ভিডিওগ্রাফিটি।
হ্যাঁ ভাইয়া আমাদের গাছে তো কাঁঠাল ধরা শুরু হয়ে গেছে