আমাদের গাছের ফল
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের বাড়ির ফল গাছ থেকে ধারণ করা বিভিন্ন ফলের ভিডিও।
ভিডিওগ্রাফি
ভিডিওটা দেখে অনেকে ভাবতে পারেন এখন আবার আম লিচু আসলো কোথা থেকে। আসলে এই ভিডিওতে আপনারা আম লিচু দেখতে পাচ্ছেন এটা আমার ঘরের পাশের আম ও লিচু গাছের ফল। এটা আমি গত সিজনের ধারণ করেছিলাম। ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু এখনো হয়ে ওঠে নাই। তাই ভাবলাম আবার ফলের সময় চলে আসছে তখন সুন্দর ভিডিও ধারণ করতে পারবো। মোবাইলে থাকা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। তাই আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার ধারন করা সুন্দর এই ভিডিওটা দেখানোর জন্য। দেখে আপনারা অবাক হবেন যে আমাদের লিচু গাছটাতে বেশ অনেক লিচু হয়েছিল। গতবছর এতদিনে নতুন পাতার জন্ম নিয়ে গেছিল এরপর লিচু ধরেছিল। কিন্তু এবার গাছটার অবস্থা খুবই খারাপ। লিচু গাছের অনেক ডাল মরে গেছে। দেখে মনে হচ্ছে না এবার সেই গাছে লিচু ধরবে। ভাগ্য ভালো ভিডিওটা ধারণ করে দেখেছিলাম। আর লিচু গাছের পাশে রয়েছে আমার প্রিয় আম গাছটা। এই আম গাছটাতে অনেক আম ধরে। পাঁচটা বেশি বড় নয়। এই জন্য গাছ থেকে আম সংরক্ষণ করাটা আমার কাছে খুবই সহজ হয়ে থাকে।
গাছের দিকে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, আম জাম, লিচু, আমড়া, পেয়ারা ও নারিকেল গাছ পাশাপাশি অবস্থিত। ঠিক এভাবে আমাদের বাড়িতে অনেক রকমের ফলের গাছ রয়েছে। এজন্য ফলের সে জেনে বিভিন্ন রকমের ফল খাওয়ার সুযোগ হয় আমাদের। এবার সৌভাগ্য এতটাই হয়েছিল যে আমাদের ঘরে জানালা থেকে লিচু গাছের লিচু ছুড়িয়ে খাওয়া গেছে। তবে আমাদের আরো আরেকদিন লিচু গাছ রয়েছে বাড়ির বাইরে। সেই গাছটাতে নতুন পাতার জন্ম নিয়েছে অনেক। আশা করব সেই লিচু গাছে অনেক অনেক লিচু ধরবে। আপনারা দোয়া করবেন একটি গাছে যেন লিচু হয়। এতে নিজেদের খাওয়ার পাশাপাশি বাচ্চাদের খাওয়ানো সম্ভব হবে। এছাড়া আপনারা ভিডিওতে দেখছেন কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছিল। এবছর আমাদের সেই কাঁঠাল গাছে কাঁঠাল ধরা শুরু হয়েছে। দুজনের সকল ফলের আগেই কাঁঠাল ধরে থাকে। গত বছর কুড়িটা আর বেশি ধরেছিল। আশা করবো এবারও সেই গাছে অনেক কাঁঠাল হবে।
এবার আমি মায়ের বাসায় যেতে খালামণিদের বাসায় যেতে অনেক কাঁঠাল গাছের কাঁঠাল ধরতে দেখেছিলাম। সেখানে অনেক ফটো ধারণ করেছিলাম। তবে সে ফটোগুলো এখনো মোবাইলে রয়ে গেছে। চেষ্টা করব আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে ফটোগুলো দেখানোর। আর পরামর্শ থাকবে। কখনো অতিরিক্ত কাঁঠাল খাবেন না। ইতিমধ্যে আমি একটা জেনারেল রাইটিং এ কাঁঠাল খাওয়ার ঘটনা শেয়ার করেছিলাম। অতিরিক্ত কোন কিছু ঠিক নয়। প্রচন্ড গরমের মুহূর্তে অতিরিক্ত কাঁঠাল খাওয়া হয়ে গেলে শরীর খারাপ হয়। আশা করবো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দোয়া করবেন আমাদের সকল ফল কাছে যেন বেশি বেশি ফল ধরে। আর এই ফল নিজেরা খাওয়ার পাশাপাশি মায়ের বাসায় আত্মীয়র বাসায় জানা যেতে পারে। এছাড়া পাড়া-প্রতিবেশীদের যেন খাওয়াতে পারি।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফি ও ভিডিও | বাড়ির গাছের ফল |
---|---|
স্থান | গাংনী |
লোকেশন | Location |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
youtube চ্যানেল | @Raj-pakhi |
ক্রেডিট | @jannatul |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
দেশ | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
আম কাঁঠালের সময় কিন্তু সামনে আসতে চলেছে। চতুর্দিকে আম কাঠালের এর সুগন্ধিতে ভরে উঠবে। কিন্তু গত বছরের করা আপনার আম কাঁঠাল এবং লিচুর ভিডিওগ্রাফি দেখতে পেরে বেজায় ভালো লাগলো আপু। ভিডিওগ্রাফি করতে আপনি তো ভীষণ এক্সপার্ট দেখতেছি। নতুন আম কাঁঠাল আসলে আশা করি পুনরায় এরকম ভিডিওগ্রাফি দেখতে পারব। ভীষণ সুন্দর হয়েছে আপনার ভিডিওগ্রাফিটি।
হ্যাঁ ভাইয়া আমাদের গাছে তো কাঁঠাল ধরা শুরু হয়ে গেছে
X--promotion
এত সুন্দর সুন্দর ভিডিও দেখলে তো যে কারো মন ভালো হয়ে যাবে। আপনার বাড়ির আশেপাশে তো ফল গাছের সমাহার দেখতে পাচ্ছি সব ধরনের ফলই তো রয়েছে। এত নিচে ধরেছে যে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। আম গাছেও ভালোই আম ধরেছে যদিও এটা আপনার গত বছরের ভিডিও তাও আমাদের ভালো লেগেছে।
এবার বেডের পাশে জানালা দিয়ে লিচু পেরেছি।
এবার আপনাদের গাছের পাকা আম খাবার সুযোগ হয়েছিল আমার। ভাইয়া এক বস্তা পাঠিয়েছিলেন। আপনাদের গাছের আমগুলো অনেক সুস্বাদু। খুব ভালো লাগলো এত সুন্দর ভাবে আম লিচু কাঠালের ভিডিও ধারণ করে দেখিয়েছেন দেখে। দোয়া করি এবারও হবে অনেক।
আমি নিজে হাতে বস্তা বন্দি করে দিয়েছিলাম।
অনেক সুন্দর করে আম কাঁঠালের গাছের ছবিগুলি আমাদের সামনে তুলে এনেছেন এবং ভিডিওগ্রাফি গ্রহণ করেছেন। এত সুন্দর সবুজ গাছ আজকাল আমাদের শহরাঞ্চলে যেন আর খুঁজেই পাওয়া যায় না। এদিক থেকে আপনার তোলা ছবিগুলি দেখতে খুব ভালো লাগলো।
ভাইয়া আমরা গ্রামে বাস করি। থেকে বের হলেই বিভিন্ন রকমের ফল।
আমার আজকের কাজ সম্পন্ন
আপনাদের গাছের ফলগুলো দেখে খুবই ভালো লাগলো। আর কয়েকদিন পরে আমরা আম খেতে পারব। এখন তো গাছে আম ধরেছে যদিও ছোট সাইজের। এছাড়া আপনি কাঁঠালের ফটোগ্রাফে শেয়ার করলেন। অন্যান্য ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। চমৎকার একটি ব্লগ শেয়ার করলেন আমাদেরকে।
আপু এখন সব ফুল চলে এসেছে
গত বছর আমাদের বাড়ির রসালো ফলগুলোর ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো আমার। আসলে গত বছর লিচুগুলো খেতে অনেক বেশি সুস্বাদু লেগেছিল। আশা করি এ বছরেও আমাদের বাড়ি বিভিন্ন প্রকারের রসালো ফলে পরিপূর্ণ হয়ে যাবে। দারুন একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ আশা করা যায়
গতবছর আপনাদের গাছে তো মাশাল্লাহ দেখছি ভাল ফল হয়েছিল। এই বছর তো আবার আম-কাঁঠালে সময় চলে এলো। এবার আশা করছি এরকম সুন্দর ভিডিওগ্রাফিও ফটোগ্রাফির সাথে সাথে আমাদের সবার জন্য আপনাদের গাছের ফলগুলো পাঠিয়ে দিবেন হিহিহি।
দোয়া করবেন যেন এবারও বেশি হয়
আমি নিজেও চিন্তা করছি এই সময় আম ও লিচু এবং কাঁঠাল কোথায় থেকে আসলো। আপনি অনেকদিন আগে নিজের বাড়ির কাছ থেকে ফলের ভিডিওগ্রাফি করেছেন। আপনার ভিডিওগ্রাফিটি দেখে সত্যি অনেক ভালো লাগলো। নিজ গাছের ফল খাওয়ার মজাই অন্যরকম হয়। যাইহোক ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভিডিও করে রেখেছিলাম এখন শেয়ার করা হয়েছে