ফটোগ্রাফি গুলি আসলেই ভিন্ন রকম ছিল। আমিতো লিচু এবং আম আর কাঁঠালের ফটোগ্রাফি দেখে একটু অবাকই হয়ে গিয়েছিলাম ভাবলাম এই সময় এই সকল ফল কই পেলেন। পড়ে পরে বুঝতে পারলাম এগুলো আগেকার করে রাখা ফটোগ্রাফি। যাই হোক খুবই মজা করে উপভোগ করলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি দুর্দান্ত ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ফলের সময়ে ধারণ করা