বিভিন্ন রকম ফলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ22 days ago


আসসালামু আলাইকুম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। ফল মহান সৃষ্টিকর্তার প্রদত্ত অশেষ নেয়ামত। আমরা প্রতিনিয়ত কম বেশি ফল খেয়ে থাকি। আর এ ফলগুলো আমাদের শরীরের বিশেষ বিশেষ প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। পাশাপাশি টাটকা ফল খাওয়ার প্রতি আপনারা আস্থা তৈরি করবেন।

Collage_20241227_210528.jpg

Editing photos with PicsArt app





📷 📸 ফল ফটোগ্রাফি 📸 📷


আলোকচিত্র: ১


প্রথম ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন ডালিম ফল। এই ডালিম ফলটা আমাদের গাছ থেকে ফটো ধারণ করা। ডালিম ফল অন্যান্য ফলের তুলনায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শরীরে রক্ত স্বল্পতা দেখা দিলে এই ফলটা বেশি বেশি খাওয়ার প্রয়োজন হয়। আমার কাছে অনেক প্রিয় একটি ফল ডালিম।

IMG_20240705_113848.jpg


আলোকচিত্র: ২


একদিন বাজার থেকে কেনে আনা লিচু খাওয়ার মুহূর্তে ফটো ধারণ করা। বেশ কয়েক রকমের লিচু কিনে আনা হয়েছিল এছাড়া আমাদের বাড়ির গাছের লিচু ছিল। তবে সকল প্রকার লিছুর মধ্যে এ জাতীয় লিচুটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। কিছুটা বেশি মোটা না হলেও এর স্বাদ অনেক বেশি। যেন এখনো সেই লিচুর স্বাদ মুখে লেগে রয়েছে।

IMG_20240617_002506.jpg


আলোকচিত্র: ৩


আমাদের বাড়িতে একটি মাত্র কাঁঠাল গাছ রয়েছে। এই কাঁঠাল গাছে এবার প্রায় ২৫ থেকে ৩০ টা কাঁঠাল হয়েছিল। আমাদের বাড়ির সদস্যদের জন্য এই গাছের কাঁঠালগুলো যথেষ্ট। তবে এত বেশি প্রয়োজন হয় না। শুভ মহান সৃষ্টিকর্তা অনেক বেশি কাঁঠাল দিয়ে থাকেন গাছটাতে। এই কাঁঠালের গুণাবলী দুই রকম। রান্না করে খেতেও বেশ মজা লাগে আবারপাকা খেতে ভালো লাগে।

IMG_20240705_113014.jpg


আলোকচিত্র: ৪


এই আম গুলো ঝড়ে পড়েছিল। আমাদের বাড়িতে ছোট বড় প্রায় আটটা আমের গাছ রয়েছে। প্রত্যেকটা আম গাছে আম ধরেছিল। তবে মাঝেমধ্যে ঝড় বৃষ্টি হলে অনেক আম পড়ে যায়। ঠিক তেমনি একটা মুহূর্তে এই আমগুলো সংরক্ষণ করেছিলাম।

IMG_20240628_164318.jpg


আলোকচিত্র: ৫


আমাদের বাড়ির টিউবওয়েল পাড়ে দুইটা পেয়ারা গাছ রয়েছে। তার মধ্যে একটি পেয়ারা গাছের পেয়ারা খেতে খুবই ভালো লাগে। সেই গাছটা ছিল এটা। তবে বিশেষ কারণে গাছটা এখন আর নেই। শীতের সময় প্রচন্ড ছায়া হয়ে জায়গাটা ঠান্ডা হয়ে থাকতো। তাই একটু আলো বাতাস এর প্রয়োজনে টিউবওয়েল পাড়ে পরিষ্কার ও ফাঁকা করা হয়েছে।

IMG_20240713_080704.jpg


আলোকচিত্র: ৬


বেল গরমের দিনে শরবতের জন্য উপযোগী একটি ফল।আমাদের শরীরের দুর্বলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা ভাগ্যবান যে আমাদের বাড়িতে দুইটা গাছ রয়েছে। দুইটা কাছে প্রত্যেক বছর কিছু না কিছু বেল ধরে থাকে।

IMG_20240705_114053.jpg


আলোকচিত্র: ৭


আমাদের গাছ থেকে গাছি ভাই ডাব সংরক্ষণ করছিলেন। সেই মুহূর্তে এই ফটো ধারণ করেছিলাম। সমস্ত ফলের মধ্যে সবচেয়ে বেশি দামী ও গুরুত্বপূর্ণ ফল ছিল এটা। এখানে শুধুমাত্র ডাবের জল শরীরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ।

IMG_20240829_113111_234.jpg


ব্লগটির বিবরণ


ফটোগ্রাফি ডিভাইসHuawei mobile
বিষয়ফল ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
What3words LocationMeherpur
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ

7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 21 days ago 

চমৎকার করে বিভিন্ন রকম ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে কাঁঠালের ফটোগ্ৰাফিটি বেশি ভালো লেগেছে। বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন ছিল।

 18 days ago 

কাঁঠাল আমার প্রিয় ফল।

 22 days ago 

ফটোগ্রাফি গুলি আসলেই ভিন্ন রকম ছিল। আমিতো লিচু এবং আম আর কাঁঠালের ফটোগ্রাফি দেখে একটু অবাকই হয়ে গিয়েছিলাম ভাবলাম এই সময় এই সকল ফল কই পেলেন। পড়ে পরে বুঝতে পারলাম এগুলো আগেকার করে রাখা ফটোগ্রাফি। যাই হোক খুবই মজা করে উপভোগ করলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি দুর্দান্ত ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 18 days ago 

ফলের সময়ে ধারণ করা

 22 days ago 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20241227_220145.jpg

Screenshot_20241227_220034.jpg

Screenshot_20241227_215039.jpg

 22 days ago 

একে বারে ন্যাচারাল ফোটোগ্রাফি। সব গুলো ফলের ছবি বেশ ভালো লাগছে এবং লোভনীয়। ধন্যবাদ

 18 days ago 

ভালো লেগেছে জেনে খুশি হলাম

 22 days ago 

অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর সুন্দর ফলের ফটোগ্রাফি গুলো দেখে। একদম আমাদের বাড়ির ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল পুনরায় দেখার সুযোগ পেলাম। প্রত্যেকটা ফলই আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 18 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 22 days ago 

দারুন দারুন কয়েকটি ফলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। লিচু খেতে তো আমার ভীষণ ভালো লাগে। লিচুর ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগলো। আর বাকি ফটোগ্রাফি গুলো বেশ দারুণভাবে ক্যাপচার করেছেন। ফটোগ্রাফির সাথে সুন্দর সাবলীল ভাষায় বিস্তারিত বর্ণনা বেশ ভালো লাগলো আপু।

 18 days ago 

আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন।

 22 days ago 
 21 days ago 

গ্রাম্য পরিবেশে আমরা এই ধরনের ফল ফুলের ফটোগ্রাফি বেশি দেখতে পাই। যেগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি। আপনি দেখছি তার দারুন ফটোগ্রাফি করেছেন । আপনার আজকের ফটোগ্রাফির ভিন্নতা অনেক ভালো লেগেছে ।আমাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 18 days ago 

হ্যাঁ ভাইয়া গ্রামে থাকলে ফটোগ্রাফি করাও সম্ভব ভালো হয়

 21 days ago 

বেশ কয়েকটি ফলের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে লিচু এবং কাঁঠালের ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে গেল আপু। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

 18 days ago 

আমি তো এখন লিচুকে মিস করি

 21 days ago 

বিভিন্ন রকম ফলের ফটোগ্রাফি দেখে তো খেতে ইচ্ছে করছে। অনেক রকম ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখছি। কচি ডাবের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আপু লোভনীয় কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 18 days ago 

ফল মানে লোভনীয় জিনিস

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103972.39
ETH 3297.02
SBD 5.89