You are viewing a single comment's thread from:
RE: ক্রিয়েটিভ রাইটিং পোস্ট || কিছু কিছু মেয়ে মা হওয়ার যোগ্য না (দশম পর্ব)
কিছু নারীর এটাই হলো সব থেকে জঘন্যতম অভ্যাস যে সুখে থাকতে ভুতে কিলাই। রতনের কাছে কতই না ভালো ছিল সুখের সংসার ছোট্ট একটি মেয়ে সবকিছুকে বিসর্জন দিয়ে এক অসাণ্ডাল ছেলের পাল্লায় পড়ে চলে গেছে। এতকিছু কে অবমাননা করে চলে যাওয়ার ফল কখনোই ভালো হতে পারে না। যার পরিণাম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সীমার জীবনে। প্রার্থনা করছি এরকম মেয়ের জীবন যেন নরকে পরিণত হয়। যেমন কর্ম তেমন ফল অবশ্যই পাবে। প্রার্থনা করছি রতন এবং রতনের মেয়ে যেন ভালই থাকে।
সীমা অবশ্যই তার কর্মফল ভোগ করবে। যাইহোক গল্পটা পড়ে যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।