You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৫২ | প্রেম করলে সবাই বলে তোমার জন্য মরতে পারি এইটা বলো না কেন .....?

in আমার বাংলা ব্লগ3 months ago

প্রেম করলে সবাই বলে তোমার জন্য মরতে পারি।

এটা এটা হচ্ছে চরম মিথ্যা কথা ভাই। তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার জন্য মরতে পারি, কখনো তোমাকে ছেড়ে যাবো না এগুলো হচ্ছে চরম মিথ্যা কথা ভাই। বাস্তব অভিজ্ঞতা নাই তবুও বললাম কথাটা। এতই যদি তারা ভালোবাসার প্রতি সিরিয়াসনেস হয় তাহলে মা-বাবার ভালোবাসা ত্যাগ করে কিভাবে প্রেমিক-প্রেমিকার জন্য মরতে পারে? এদেরকে নিয়ে ১০ তলা বিল্ডিং এর উপর তুলে বলবেন লাফা এখান থেকে লাফা তখন দেখবেন আপনাকে ফালায় দিয়ে ওরা ওখান থেকে পালায় গেছে 🤣🤣🤣।

Sort:  
 3 months ago 

বাস্তব কথা বলেছেন ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.22
JST 0.032
BTC 94981.85
ETH 2581.77
USDT 1.00
SBD 3.02