এবিবি ফান প্রশ্ন- ৪৫২ | প্রেম করলে সবাই বলে তোমার জন্য মরতে পারি এইটা বলো না কেন .....?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রেম করলে সবাই বলে তোমার জন্য মরতে পারি এইটা বলো না কেন তোমার জন্য হাজার বছর বাঁচতে পারি?

প্রশ্নকারীঃ

@ah-agim

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মনে হয় প্রেমিক প্রেমিকাদের জন্য মরে যাওয়া খুব সহজ 😁😄😆।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 months ago 

প্রেম করলে সবাই বলে তোমার জন্য মরতে পারি এইটা বলো না কেন তোমার জন্য হাজার বছর বাঁচতে পারি?

এটার কারণ তারাও জানে প্রেম মানে নিজের জীবনে ধ্বংস নিয়ে আসা। আর ধ্বংস এবং মৃত্যুর মধ্যে পার্থক্য থাকে খুবই সমস্যা। এইজন্যই সবাই বলে তোমার জন্য মরতেও পারি।

 3 months ago 

ভাই আপনার প্রেমিকা যদি লেখাটা দেখে তাহলে আজই ব্যাকআপ 😆😁 ।

 2 months ago 

প্রেমিকাই নাই তার আবার ব্রেকাপ 😁😁

 3 months ago 

প্রেম করলে সবাই বলে তোমার জন্য মরতে পারি।

এটা এটা হচ্ছে চরম মিথ্যা কথা ভাই। তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার জন্য মরতে পারি, কখনো তোমাকে ছেড়ে যাবো না এগুলো হচ্ছে চরম মিথ্যা কথা ভাই। বাস্তব অভিজ্ঞতা নাই তবুও বললাম কথাটা। এতই যদি তারা ভালোবাসার প্রতি সিরিয়াসনেস হয় তাহলে মা-বাবার ভালোবাসা ত্যাগ করে কিভাবে প্রেমিক-প্রেমিকার জন্য মরতে পারে? এদেরকে নিয়ে ১০ তলা বিল্ডিং এর উপর তুলে বলবেন লাফা এখান থেকে লাফা তখন দেখবেন আপনাকে ফালায় দিয়ে ওরা ওখান থেকে পালায় গেছে 🤣🤣🤣।

 3 months ago 

বাস্তব কথা বলেছেন ভাই।

 3 months ago 

কারণ প্রেমে পড়লে মনে হয় জীবনটা সাসপেন্স থ্রিলারের মতো, কখন কিসে ধরা খাবো বুঝে উঠতে পারি না! হাজার বছর বাঁচতে গিয়ে যদি টেনশনে চুল পড়ে যায়, সেটা তো প্রেমিকা দেখতে চায় না! তাই মরতে পারি বলাই সেফ অপশন! 😆

 3 months ago 

তাই নাকি ভাই

 3 months ago 

প্রেমে অনেক সময় আমরা আবেগের কারণে অতিরিক্ত কিছু বলতে চাই, যেমন "তোমার জন্য মরতে পারি"। তবে, এটি কিছুটা নেতিবাচক এবং সীমাবদ্ধ ধারণা তৈরি করতে পারে, কারণ মৃত্যুর কথা বলাটা জীবনের সৌন্দর্য বা দীর্ঘায়ু আর ভালোবাসার পরিপূর্ণতা প্রকাশ করে না। বরং, "তোমার জন্য হাজার বছর বাঁচতে পারি" বললে, তা দীর্ঘ জীবনের প্রতি গভীর ভালোবাসা এবং সেই ভালোবাসায় দীর্ঘ সময় কাটানোর ইচ্ছাকে প্রতিফলিত করে। এটি দেখায় যে, তুমি শুধু প্রেমে মরতে চাও না, বরং তোমার প্রেমিক/প্রেমিকার সাথে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাও।

 3 months ago 

বেশ দারুন বলেছেন আপনি।

 3 months ago 

সে বুঝে গেছে প্রেমে পড়েছে মানে এমনিতেই চিপায় পড়ে মরেছে। তাই বেঁচে থাকার কোন সম্ভাবনাই আর নেই।

 3 months ago 

আপনার অভিজ্ঞতা অসাধারণ ভাই।

 3 months ago 

পাগল নাকি? প্রেমের যে যন্ত্রণা একদিনেই জীবন দফা রফা হয়ে যায় আবার হাজার বছর বাচঁতে চাইবে। প্রেমের যন্ত্রণা থেকে মরাই ভালো।

 3 months ago 

আপনার অভিজ্ঞতা খুবই অসাধারণ, একেবারে বাস্তব অভিজ্ঞতা আপু। প্রেম করার সময় আপনার কথা যেন মনে পড়ে আমার😄😆😁😃।

 3 months ago 

কারন যে ব্যক্তি একবার প্রেমে জড়িয়ে যায় সে বোঝে এটা মজার থেকে যন্ত্রনা বেশি।তাই যন্ত্রণা থেকে মুক্তি পেতে দ্রুত মরার স্বপ্ন দেখে,হি হি।☺️☺️

 3 months ago 

আপনি ঠিক বলেছেন আপু, তবে আমার প্রেমিকা দেখতে মৃত্যুর যন্ত্রণাও অনেক বাড়িয়ে দিবে 😄🤣।

 3 months ago 

☺️☺️

 3 months ago 

প্রেম করলে সবাই বলে তোমার জন্য মরতে পারি এইটা বলো না কেন তোমার জন্য হাজার বছর বাঁচতে পারি?

এতো বড় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় ভাই, সেটা হচ্ছে মৃত্যু। কিন্তু প্রেম করার আগে সেটা মাথায় থাকে না কারোরই😂😂। যদি মাথায় থাকতো,তাহলে কেউ কখনো প্রেম করতো না🤣🤣।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 months ago 

কারন হাজার বছর মানুষ বাঁচে না। তাই বলে যত দিন থাকবো তোমার সাথেই থাকবো। আর কেউ যদি বলে তবে মিথ্যা বলে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.26
JST 0.039
BTC 105327.12
ETH 3411.36
SBD 4.67