You are viewing a single comment's thread from:

RE: মোমবাতি প্রজ্জলন। ২১শে ফেব্রুয়ারি -নড়াইল ভিক্টোরিয়া কলেজ।

পোস্ট এর পিকচার গুলো দেখে এক কথায় এটুকু বলা যায় ভাইয়া অসাধারণ হয়েছে। নড়াইলের মানুষজন যে এভাবে একুশে ফেব্রুয়ারিকে উদযাপন করে সেটা আপনার এই পোস্টের মাধ্যমেই জানতে পারলাম ও দেখতে পারলাম। সেই সাথে আপনারও সেটি উপভোগ করার এইবার সুযোগ হয়েছে। আমার কাছে সব থেকে ভালো লেগেছে সন্ধ্যার পরে মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে একটি অসাধারণ দৃশ্য তৈরি হয়েছে। আর যে ছবিগুলো উপর থেকে তুলেছেন ওগুলো দেখতে আরো ভালো লাগছে। আজকের পোস্টটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 76768.52
ETH 1463.93
USDT 1.00
SBD 0.71