You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৩১ | কান্না করলে যদি চোখ দিয়ে ডায়মন্ড জোরে পড়তো- কি কি উপায়ে কান্না করতেন?

in আমার বাংলা ব্লগlast month

কান্না করলে যদি চোখ দিয়ে ডায়মন্ড ঝরে পড়তো, তাহলে নিশ্চয়ই কিছু মজার উপায়ে কান্না করতাম । যেমন -

দুঃখের নাটক: খুবই দুঃখজনক নাটক দেখে কান্না করতাম , যাতে ডায়মন্ড বেশি বের হয়।

  • সুখের কান্না: আনন্দের মুহূর্তে, যেমন পুরস্কার পাওয়ার সময়, কান্না করে ডায়মন্ড সংগ্রহ করতাম।

  • মজার মজার ভিডিও: হাসির ভিডিও দেখে এমনভাবে কান্না করতাম যেন সেগুলোতে ডায়মন্ড বেরিয়ে আসে।

  • দূরে বসে কাঁদা: কোনও বন্ধু বা আত্মীয়কে দূরে রেখে বেশি কান্না করতাম , যেন তারা দেখতে পান।
    এভাবে, কান্নার বিভিন্ন কারণে ডায়মন্ড সংগ্রহের মজার উপায় বের করতাম ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74967.91
ETH 2823.87
USDT 1.00
SBD 2.51