বাংলাদেশের ঘটে যাওয়া গত পরিস্থিতি সত্যিই খুব দুঃখজনক। ইনভারসিটি শিক্ষার্থীদের নিয়ে সত্যি আমার খুব টেনশন হচ্ছিল। সিয়াম শিপু এবং ওদের বন্ধুবান্ধবদের জন্য। আর অভিভাবক হিসেবে এটা খুব সাধারণ বিষয়। শিপুও বলল ওদের ফাইনাল সেমিস্টার এক্সাম খুব দ্রুতই শুরু হবে। প্রায় সবগুলো ভার্সিটিতে ওয়েভার দিয়েছে শুনলাম। তবে আপনারটাও পাবেন নেক্সট সেমিস্টারে। সকল শিক্ষার্থীর জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা।