বেশ দারুণ একটি টপিক নিয়ে লিখেছেন আপু।আসলে দরিদ্র এমন একটি জিনিস যে এই কষ্টের মাঝে দিন পার করেছে সে অনুভব করতে পারবে। আর যারা দেখেছে অতি কাছ থেকে তারাও বুঝতে পারবে দরিদ্রতা কি জিনিস। আসলে দরিদ্র মানুষ দেখলে খুব কষ্ট লাগে। কারণ আমরা আর যাই হোক তিন বেলা তিন মুঠো খেতে পারছি। ভালো-মন্দ খাচ্ছি।কিন্তু যারা এই দরিদ্রের ভেতরে তাদেরকে আসলে আমাদের সাহায্য করা উচিত যে যায় জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী।দারুন লিখেছেন আপু। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।