অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ অনু কবিতা ||| original writing by @saymaakter.
হ্যালো বন্ধুরা,সবাই কেমন আছেন? পবিত্র মাহে রমজানে সবাইকে রমজান মোবারক। আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে এখন ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। যতই ব্যস্ত ও জীবন যুদ্ধে নেমে ঝড় তুফানের সম্মুখীন হই না কেন তারপরও মাথায় সবসময় একটি জিনিস কাজ করে আমার বাংলা ব্লগ। কারণ প্রিয় জিনিসটির কথা সবসময় হৃদয়ে থাকে। ভোলার মত নয় যে, সব সময় যে কোনো কাজে ও ব্যস্ততার মাঝেও মনে থাকে। তাইতো শত ব্যস্ততার মাঝেও আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমার স্বরচিত "একগুচ্ছ অনু কবিতা" নিয়ে।
কবিতা লিখতে অনেক ভালো লাগে। কবিতা হচ্ছে মনের অনুভূতি আবেগ সুখ দুঃখ কষ্টের বহিঃপ্রকাশ। সব সময় কবিতা লিখতে অনেক ভালো লাগতো। তাইতো আজও কবিতা লিখে যাচ্ছি।যদিও আমি প্রফেশনাল কোন কবি নই তারপরও কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। চেষ্টা চালিয়ে যাচ্ছি দুয়েক কলম আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হতে। চেষ্টা করলে সবই সম্ভব তাইতো সবসময় চেষ্টা আমার অব্যাহত থাকে। অনু কবিতাগুলো ছোট হলেও ব্যাপক অর্থ বহন করে। ভিন্ন ধরনের টপিকে নিয়ে এই কবিতাগুলো লিখতে যেমন ভালো লাগে তেমনি সুন্দর সুন্দর ছন্দ মিলিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে আরও বেশি ভালো লাগে। আমি আজ আপনাদের মাঝে আমার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে কবিতাগুলো দেখে নেওয়া যাক।
নিজের মতো চলি
মায়া মমতা ছিন্ন সবই,
পথ হারা পথিক
শূন্য আবেগে চলি,
নিজের কাছে নিজেই হারি
নিজেই জিতি আপন মনে।
নেই কোন আবেগ অনুভূতি,
রাতের অন্ধকারে যদি জ্বলে
এক টুকরো আলো
তবে সেই আলোর
প্রতীক্ষায় আমি থাকি।
কখনও কি ভোলা যায়,
কানামাছি, বৌছি কতো না খেলা,
খেলার ছলে মন খারাপ হলে
কতো না বায়না করতাম,
পরের দিন সবই যেতাম ভুলে
আগের মতো খেলতাম আনমনে
এইতো স্মৃতি এবং ছোটবেলার মন,
এসব আজ নেই,
নেই তো ভালো মন।
অনুভূতির ভাষা নেই,
আজ আমি অচেনা পথিক
তুমি ছাড়া চলা কঠিন।
কোথায় গেলে তোমায় পাই
কষ্ট গুলো কারে কই,
তুমি ছাড়া আমি অজানা
আছে কষ্টের বসত বাড়ি।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
বাহ্ আপু অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে খুব ভালো লাগলো। হৃদয়ের গভীরে থাকা লুকানো কথাগুলো কবিতার মাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করা সম্ভব। অনু কবিতা লিখতে আমি অনেক পছন্দ করি তবে সময়ের অভাবে এখন আর লেখা হয় না। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করে কাজে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার অনু কবিতাগুলো পড়ে আপনার ভালো লেগেছে যেনে অনেক ভালো লাগলো।
বাহ আপু আপনি তো অসাধারণ কিছু কবিতা শেয়ার করেছেন। আমরা এখানে অনেকেই কবিতা লিখে থাকি। আমরা কেউই প্রফেশনাল লেখক নয়। কবিতা হলো মনের আবেগ অনুভূতির প্রকাশ। আপনি কবিতা লিখতে ভালোবাসেন জেনে ভালো। আজকেও চমৎকার অনু কবিতা শেয়ার। প্রতিটি অনু কবিতা বেশ ভালো লেগেছে। আপনার কবিতাগুলোর মধ্যে ছোটবেলার স্মৃতি নিয়ে লেখা কবিতাটি পড়ে একেবারে শৈশবে ফিরে গিয়েছিলাম। বড্ড মিস করি সময়টাকে। কবিতাগুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
কবিতা হল সেই মাধ্যম যার সাহায্যে আমরা মনের গভীরে নানান কথা প্রকাশ করি যা সচরাচর সরাসরি মুখ ফুটে সবার কাছে বলতে পারি না। তাই বলা চলে কবিতাই একেকজনের মনের আয়না। আপনার কবিতাগুলো যেমন পরিণত এবং কবিতার সারমর্ম অর্থাৎ যে চিন্তা ভাবনা থেকে কবিতাগুলো লিখেছেন সেগুলো অনেক বেশি পরিণত। এই ধরনের কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লাগে।
অসংখ্য ধন্যবাদ দিদি। যে আপনার মত একজন গুনি কবি আমার কবিতা পড়তে ভালো।একথা যেনে কবিতা লেখার প্রতি অনেক অনেক গুণ আগ্রহ বেড়ে গেল।
আপনার অনু কবিতা গুলো আমার কাছে দারুন লাগে আজকে প্রত্যেকটা কবিতা ছিল অসাধারণ। পড়ে তাই মুগ্ধ হলাম।
আমার অনু কবিতাগুলো পড়ে আপনি মুগ্ধ হয়েছেন শুনে অনেক ভালো লাগলো।
https://x.com/mst_akter31610/status/1896254066252226970?t=vNrzN_d-sp6yQa0ehIS1oA&s=19
এত সুন্দর কিছু অনুভূতি নিয়ে আপনি আজকের এই অনু কবিতাগুলো লিখেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার লেখা সবগুলো অনু কবিতা ছিল খুবই সুন্দর। ছন্দ মিলিয়ে দারুন ভাবে প্রতিটা অনু কবিতা আপনি লিখেছেন। আমার কাছে আপনার ২ এবং ৪ নাম্বার অনু কবিতা পড়তে সব থেকে বেশি ভালো লেগেছে।
আপনার লেখা প্রত্যেকটা অনু কবিতা দারুন ছিল। বিশেষ করে ছোটবেলার স্মৃতি কে নিয়ে লেখা কবিতাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা কবিতা খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের অনু কবিতা গুলো লিখেছেন। যেগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।