You are viewing a single comment's thread from:
RE: অনু কবিতা পোস্ট ||| একগুচ্ছ অনু কবিতা ||| original writing by @saymaakter.
কবিতা হল সেই মাধ্যম যার সাহায্যে আমরা মনের গভীরে নানান কথা প্রকাশ করি যা সচরাচর সরাসরি মুখ ফুটে সবার কাছে বলতে পারি না। তাই বলা চলে কবিতাই একেকজনের মনের আয়না। আপনার কবিতাগুলো যেমন পরিণত এবং কবিতার সারমর্ম অর্থাৎ যে চিন্তা ভাবনা থেকে কবিতাগুলো লিখেছেন সেগুলো অনেক বেশি পরিণত। এই ধরনের কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লাগে।
অসংখ্য ধন্যবাদ দিদি। যে আপনার মত একজন গুনি কবি আমার কবিতা পড়তে ভালো।একথা যেনে কবিতা লেখার প্রতি অনেক অনেক গুণ আগ্রহ বেড়ে গেল।