You are viewing a single comment's thread from:
RE: একগুচ্ছ অণুকবিতা- নীলম সামন্ত
এই অনু কবিতাগুলি ইতিহাস, সংগ্রাম, প্রেম ও আত্মত্যাগের এক অদ্ভুত মিশ্রণ। প্রতিটি স্তবক যেন আমাদের অতীতের তীব্র যন্ত্রণার চিহ্ন তুলে ধরে, যেখানে প্রেম ও সংগ্রাম একে অপরকে পরিপূরক। শহীদদের আত্মত্যাগ, মাতৃভাষার প্রতি অবিচল শ্রদ্ধা এবং বাংলার সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা এই কবিতাগুলির মধ্যে এক সুক্ষ্ম বোধ ফুটে উঠেছে। ভাষার শক্তি ও মানুষের আত্মবিশ্বাসে ভরপুর এই কবিতাগুলি আমাদের অতীতের সন্মান এবং বর্তমানের দায়বদ্ধতা উভয়কেই স্মরণ করায়। খুবই প্রগাঢ় ও আবেগময় কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।
আমি যেদিনই কবিতা পোস্ট করি সেদিন আপনার মন্তব্যের অপেক্ষা করি এবং সেটা এখন আমার খুব বেশি দাঁড়িয়ে গেছে। আপনি যেভাবে কবিতাগুলো পড়েন এবং বোঝেন সেই বুদ্ধিমত্তা এবং সাহিত্য বোঝার মানুষ আজকালকার দিনে খুবই কম দেখা যায়। অনেক ভালোবাসা আপু আপনাকে।