এই রেসিপিটা সত্যিই ভিন্নরকম লাগলো। খিরাইয়ের সালাদ তো অনেকবার খেয়েছি, কিন্তু এভাবে তৈরি করা যায়, সেটা জানা ছিল না। একদম নতুন একটা স্বাদ কেমন হতে পারে, তা কল্পনা করেই ভালো লাগছে! নিশ্চয়ই দারুণ মজার হয়েছে। ধন্যবাদ ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।
খিরার সালাদের পাশাপাশি এভাবে বড়া তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে।