পিঠা উৎসব অনুষ্ঠান দেখে তো একদম মন ছুঁয়ে গেল। এত রকমের পিঠা দেখে মনে হচ্ছে যেন স্বাদে ভরা এক সাগর। হীরা ভাবির দোকানটা তো আরও মজার কথা, ভাবী যে পিঠা বানান, সেটা তো সবাই জানে। খালি ইচ্ছা হচ্ছে একবার গিয়ে তার পিঠা খেয়ে আসি। এমন সুন্দর এবং লোভনীয় পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
দাওয়াত দিলাম আপু, চলে আসেন বাড়িতে, এসে পিঠা খেয়ে যান।