You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন- ৯৬ || সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল

in আমার বাংলা ব্লগ2 years ago
নিঃসন্দেহে।এটা দ্বিতীয়বার ভাবার অবকাশ নেই।ফুটবল হলো এমন একটা খেলা যেখানে জাতি,ভাষা, দেশ,ধর্ম, বর্ণ,নারী,পুরুষ নির্বিশেষে এক হয়ে যায়।ফুটবলকে বলা হয় **দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ** । ফুটবলের যত প্রতিদ্বন্দ্বীতা ৯০ মিনিটের মধ্যেই শেষ।জনপ্রিয় খেলা ক্রিকেটে আপনারা খুব বাজে রকমের স্লেজিং দেখতে পারবেন,যা ফুটবলে হয়না।বরং শুধুমাত্র ফুটবলেই আপনি দেখবেন কেউ একজন বিপক্ষ টিমের প্লেয়ারকে ল্যাং মেরে ফেলে দিয়েও সাথে সাথে তাকে উঠতে সাহায্য করছে,হাসি মুখে করমর্দন করছে এমনকি জড়িয়ে ধরে চুম্বনও করছে 😂। আর ভারত বা বাংলাদেশে ফুটবল নিয়ে যা মাদকতা তা অন্য কোনো খেলা নিয়ে আছে বলে তো মনে হয়না।এর জলজ্যান্ত প্রমান হলো এই দুই-দেশের কেউই বিশ্বকাপ খেলে না,অথচ ফুটবল নিয়ে উন্মাদনা দেখে স্বয়ং ফিফা উষ্মা প্রকাশ করে।
Sort:  
 2 years ago 

সত্যিই। ফুটবলের দ্বিতীয় কিছু নেই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.19
JST 0.034
BTC 89803.98
ETH 3102.93
USDT 1.00
SBD 2.81