এবিবি-ফান প্রশ্ন- ৯৬ || সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবলsteemCreated with Sketch.

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

"সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল"।

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

ফুটবল কি সত্যিই সেরা? সপক্ষে কিংবা বিপক্ষে যুক্তি দিন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

বাঙালি তো গোল দিতে পছন্দ করে তাই সেরা খেলা ফুলবল ই ধরা হয়

 2 years ago 

গোল দিতে সবাইকেই ভালো লাগে 😆

 2 years ago 

ফুটবল খেলায় সেরা কেননা ফুটবল খেলতে গেলে দুটো লাথি দেওয়াও যায় দুটো লাথি খাওয়া যায় 😁😁😁
আর বাঙ্গালী তো অন্যের পিছে আঙুল দিতে সবথেকে বেশি ভালোবাসে 😁😁

আর যদি ঐতিহ্যের দিক থেকে বলি তাহলে ফুটবল খেলায় সেরা কেননা গ্রাম বাংলার মানুষের এক মিলন মেলার ডাক বলা হয় ফুটবল খেলাকে।।

 2 years ago 

লাথি খেতে তো হবেই 😁

 2 years ago 
নিঃসন্দেহে।এটা দ্বিতীয়বার ভাবার অবকাশ নেই।ফুটবল হলো এমন একটা খেলা যেখানে জাতি,ভাষা, দেশ,ধর্ম, বর্ণ,নারী,পুরুষ নির্বিশেষে এক হয়ে যায়।ফুটবলকে বলা হয় **দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ** । ফুটবলের যত প্রতিদ্বন্দ্বীতা ৯০ মিনিটের মধ্যেই শেষ।জনপ্রিয় খেলা ক্রিকেটে আপনারা খুব বাজে রকমের স্লেজিং দেখতে পারবেন,যা ফুটবলে হয়না।বরং শুধুমাত্র ফুটবলেই আপনি দেখবেন কেউ একজন বিপক্ষ টিমের প্লেয়ারকে ল্যাং মেরে ফেলে দিয়েও সাথে সাথে তাকে উঠতে সাহায্য করছে,হাসি মুখে করমর্দন করছে এমনকি জড়িয়ে ধরে চুম্বনও করছে 😂। আর ভারত বা বাংলাদেশে ফুটবল নিয়ে যা মাদকতা তা অন্য কোনো খেলা নিয়ে আছে বলে তো মনে হয়না।এর জলজ্যান্ত প্রমান হলো এই দুই-দেশের কেউই বিশ্বকাপ খেলে না,অথচ ফুটবল নিয়ে উন্মাদনা দেখে স্বয়ং ফিফা উষ্মা প্রকাশ করে।
 2 years ago 

সত্যিই। ফুটবলের দ্বিতীয় কিছু নেই।

 2 years ago 

বাঙালি জাতি যেমন শিক্ষিত তেমনি অশিক্ষিত।তাই অন্যান্য খেলাগুলি তাদের কাছে বেশ জটিল লাগে এবং ফুটবল খেলা বেশি সহজ লাগে।কারন শুধুমাত্র গোল হলেই ফুটবল খেলায় মজা পাওয়া যায়।যা ছোট থেকে বড়রা কিংবা কৃষক,মুটে ,মজুর এবং অশিক্ষিত মানুষ খুব সহজেই বুঝতে সক্ষম হয়।তাই ফুটবল খেলা সেরা বাঙালির কাছে।

 2 years ago 

সত্যি আপু গোলের মাঝেই ফুটবলের আনন্দ। তাই জটিল খেলা রেখে বাঙ্গালীদের ফুটবল খেলাই বেশি পছন্দ।

 2 years ago 

হুম আপু, বল যেমন গোল তেমনি গোল দিতেও অনেক মজা।

 2 years ago 

ফুটবল বোঝার জন্য বেশি খাটনির দরকার হয়না

 2 years ago 

হুম দাদা, এইজন্যই তো বললাম কৃষক,মুটে ,মজুর এবং অশিক্ষিত মানুষ সবাই বোঝে।

 2 years ago 

অবশ্যই ফুটবল সেরা। কারন ফুটবল এর মত মুহুর্তে আক্রমন প্রতি আক্রমন অন্য কোন খেলায় সম্ভব না।ফলে প্রতিমুহুর্তেই উত্তেজনা থাকে,ফুটবল খেলায় সময় লিমিটেড ফলে সময় সেভ হয়।নিয়মের বাড়াবাড়ি নেই ফলে সবাই বুঝতে পারে।আর সব থেকে বেস্ট যেটা তা হল স্কিল দেখানোর সুযোগ। যারা কখনো মাঠে গিয়ে ফুটবল দেখেছেন তারা বুঝবেন প্রতি মুহুর্তের উত্তেজনা।তাই আমার মতে ফুটবলই সেরা।

 2 years ago 

তাইতো সে সব খেলার সেরা

 2 years ago 

হ্যা দাদা একদম।

 2 years ago 

বাঙালিরা সবাই মিলে একটা জিনিস নিয়ে কারাকরি মারামারি করতে পছন্দ করে। ফুটবলারদের মাঝে বাঙালিরা নিজের চরিত্র খুঁজে পায়। তাইতো ফুটবল তাদের সেরা খেলা।
🤪🤪🤪🤪

 2 years ago (edited)

ঠিক ঠিক। আমাদের সাথে অনেক মিল আছে।

ফুটবল যে বাঙালির কাছে সেরা খেলা এটা চোখ বন্ধ করেও বলে দেওয়া যায়। কারণ বাঙালি হল কাড়াকাড়িতে এক্সপার্ট। এ ওর গার্লফ্রেন্ড নিয়ে চলে যায়। কেউ আবার অন্যের বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে চলে যায়। আর যখন একটা ফুটবল নিয়ে ২২ জন এর মধ্যে কাড়াকাড়ি হয়, তাহলে চিন্তা করে দেখো কত কম্পিটিশন আর আনন্দ নিয়ে খেলে তারা। শুধু এখানেই শেষ না, বাঙালির ফুটবল এতই প্রিয় যে, কিছু মেয়ে আছে যারা তাদের স্বামীকে চলতি ফিরতি ফুটবল মনে করে।
 2 years ago 

খেলা মানেই যুদ্ধ শুরু,আর বাঙালি যে বলবীর,শক্তিশালী তা বোঝাতে হবেতো,হাহাহা।ফুটবল হলো তার একটা উৎস,যেখানে নিজে খেলুক বা অন্যরা খেলুক,মাঠের বাইরে এই ফুটবল নিয়েই রেসলিং খেলা শুরু হয়ে যাবে,তাই ফুটবলই সেরা,একে কেন্দ্র করে অন্যান্য খেলা মাঠের ভিতরে বা বাইরে শুরু হয়ে যায়🤣🤣।

 2 years ago 

বাইরের হওয়াটা ঠিক নয় তবুও পাগল জাত তো। মারামারি হবেই

 2 years ago 

যদিও ব্যক্তিগতভাবে আমি ক্রিকেটের ফ্যান তবে ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় টাতে রাত ১/২ টার দিকেও রাস্তায় পর্দার সামনে যে পরিমাণ লোকের ভীড় দেখা যায় এবং দেশের আনাচে কানাচে নানান দেশের পতাকা আর প্রত্যেকের গায়ে বিভিন্ন দেশের জার্সি দেখলেই বোঝা যায় বাঙালির মাঝে ফুটবল খেলাই সেরা।

 2 years ago 

কোনো সন্দেহ ছাড়া ফুটবল বাঙালির হৃদয়ে আছে থাকবে। এজন্যই উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মান্না দে তার গানে বলে গেছেন সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।

 2 years ago 

ফুটবল আমাদের মননে গেঁথে গেছে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 89395.14
ETH 3102.08
USDT 1.00
SBD 2.79