আপনার রেসিপি দেখে তো প্রথমে চিনতাই পড়ে গেছি আসলে এই রেসিপিটি আপনি কোথায় পেলেন। এই অসময়ে আম কোথায় পেলেন সেটা ভাবছিলাম। কিন্তু পোস্ট পড়ে বুঝতে পারলাম যে এই রেসিপিটি আপনি আগে তৈরি করেছিলেন। এ ধরনের আম মাখা খেতে খুবই মজার হয়। যদি আন সিজনে শেয়ার করলেন কিন্তু ইচ্ছে করছে আপনার রেসিপিটি দেখে আম মাখা খেতে।
হ্যাঁ আপু আগে তৈরি করেছিলাম কিন্তু দেওয়া হয়নি।