শীতকাল আসলে মানুষ যতগুলো পিঠা ঘরে তৈরি করে না তার চেয়ে হরেক রকমের পিঠা বাইরে দেখা যায়। বর্তমান সময়ে মানুষ বেশ মজার মজার পিঠা বাইরে তৈরি করে বিক্রি করে থাকেন গরম গরম। যেটা বিশেষ করে ছেলে মানুষরা যারা বাইরে ঘোরাঘুরি করেন তাদের জন্য একটি সুবিধা। কারণ একসাথে আড্ডা দিয়ে পিঠা খাওয়ার মজাই আলাদা। আপনার ছোট ভাইদের সাথে খুব সুন্দর আড্ডা দিলেন আপনি।
এটা সত্য সময়টা বেশ ভালো কেটে ছিল ওদের সঙ্গে।