You are viewing a single comment's thread from:
RE: অসচেতনতার কারণে ছড়িয়ে পড়েছে জল বসন্ত।
আসলে আপু সবাই যদি এভাবে সচেতন হতো আমাদের দেশ এত ধ্বংসের দিকে যেত না। অথবা আমরা একজনের কারণে আরো অনেক জন কষ্ট পেতাম না। ঠিক তেমনটা আমাদের হয়েছিল গত বছর। এইত আপনার মেয়ে কষ্ট পাচ্ছে অন্য বাড়ির বাচ্চার আক্রমণের কারণে। এ ধরনের রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হয়। আমার বাচ্চার হয়েছে আমি যদি সাবধানতা অবলম্বন করি তাহলে অন্যের ঘরের বাচ্চার হবে না। এই মানবিকতা যদি সবার ভিতরে থাকে তাহলে দেশ অনেক দূর এগিয়ে যেত আরো।
ধন্যবাদ আপু সাবলীল মন্তব্য করার জন্য।