You are viewing a single comment's thread from:
RE: প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah
তা অবশ্য ঠিক বলছেন প্রকৃতি প্রকৃতির নিয়মই থাকবে। সেখানে আমাদের কোন হাত থাকে না। তবে কিছু জিনিস আমাদের কার্যকলাপের ভিত্তিতেই প্রভাব পড়ে যায়। যেমন আমরা পরিবেশ ধ্বংস করি গাছ পালা কেটে ফেলি। এছাড়াও কোন সুন্দর একটি পুকুরে যখন ময়লা ফেলি কিংবা নদীর ধারে ময়লা ফেলি তাহলে দেখতে কেমন লাগে বলেন? পানি গুলো নষ্ট হয়ে যাবে গন্ধ হয়ে যাবে এবং দেখতেও বাজে লাগবে। তাছাড়া পানি গুলো ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। মানুষের এমন কর্মকাণ্ড পরিবেশকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে। আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে দেখে।
আশ্চার্যজনকভাবে সত্য যে আমাদের নদীগুলোতে এখন ব্যাপকবাবে ক্যান্সারের জীবানু যাচ্ছে, বুঝতেই পারছেন কতটা দুষণমুখর জাতি হয়ে উঠেছি আমরা।