ভাই কিছু করেন নাই উন্নত মানের কান্ট্রি গুলোতে যা এখন হচ্ছে তা আমাদের দেশে 50 থেকে 100 বছর পরে হয়ে থাকে। আমরা অনেক কিছুতেই আসলে পিছিয়ে থাকি তার একটি কারণ হচ্ছে আমাদের যারা বুদ্ধিজীবী তারা নিজেরাই কতটুকু বুঝে তারা নিজেরাও জানেনা হাহাহাহা। আমি যেহেতু অনলাইন ভিত্তিক কাজ করি আমার কুরিয়ার সার্ভিস এর সাথে খুব বেশি সম্পর্ক রয়েছে। এস এ পরিবহনে একটু টাকা বেশি লাগে তবে ওদের সার্ভিস টা খুবই চমৎকার। তবে অনেক দিক বিবেচনা করে আমার কাছে সুন্দরবন এর সার্ভিসটা বেশি ভালো লাগে কারণ ওদের এখানে ঝামেলা খুবই কম থাকে
আসলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে পরিচিত আমাদের দেশের মানুষ অনেক আগে থেকেই। এরা যদি নিজেদের মান উন্নয়নের দিকে যথেষ্ট নজর দেয় তাহলে জনপ্রিয়তার শীর্ষে থেকে এদেরকে কেউ নামাতে পারবেনা। কারণ ব্রান্ড ভ্যালুর দিক থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অনেক এগিয়ে ।