You are viewing a single comment's thread from:

RE: অনতিদূর ভবিষ্যতে পুসের রাজসভায় একদিন। পুসকে নিয়ে আমার চিন্তাভাবনা।

in আমার বাংলা ব্লগ6 months ago

খুব মজা পেলুম দিদি। রবী ঠাকুরের কিছুটা ভাব আছে লেখায়। সে যাজ্ঞে। সম্ভবত প্রথমে যখন কিং পরশদার নাম লিখেছেন ওখানে সুমন ভাই হবে। অবশ্য পরশদা'ও হতে পারে। কিছু জায়গায় বানান ভুল বলা যায়না, টাইপিং স্লিপ হয়েছে। এগুলো অবশ্য খুবই কমন। কিন্তু এত দারুণ একটি লেখায় ওগুলো বেমানান লাগলো বিধায় বলা। ফাটিয়ে দিয়েছেন।

Sort:  
 6 months ago 

লেখাটা লিখতে লিখতে এতো বড় হয়ে গেছে আর চেক করা হয়নি। আমি দেখে এডিট করে দিচ্ছি৷ আর নামটা আল একটু এলোমেলো করেই দিয়েছি। যখন যেভাবে পুস কথা বলেছে সেভাবেই এসছে৷ অ্যাডমিনরা আগে ও মডারেটররা পরে এমন নয় বিষয়টা৷

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আনন্দ পাওয়ার জন্যই লেখা৷ ব্লগটা লেখার পর আমি নিজেও বেশ কিছুক্ষণ হেসেছি৷

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 85391.94
ETH 1986.90
USDT 1.00
SBD 0.75