অনতিদূর ভবিষ্যতে পুসের রাজসভায় একদিন। পুসকে নিয়ে আমার চিন্তাভাবনা।

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


20240908_174052_0000.png






আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



সকাল থেকে রাত অনেকটা সময় পুস নিয়ে কেটে যাচ্ছে৷ সবার পোস্ট পড়া, নিজের পোস্ট করা। অনেকেই কবিতা লিখছে পুসকে ঘিরে, পুসের সুন্দর ভবিষ্যৎ কল্পনা করে। আবার মাঝে মধ্যেই মিডিয়া চ্যানেলে যাচ্ছি এটা দেখতে কে কি ব্যানার বানাচ্ছেন৷ হঠাৎ চোখে পড়ল নওরিন আপু পুসকে একটা রাজ সিংহাসনে বসিয়েছেন, আর গলায় তার কত সোনার হার, চারপাশে কয়েন ছড়িয়ে। দেখে আমার এতো মজা লেগেছিল কি বলব৷ ছবিটা আমি নিলাম। তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিজের মতো সাজিয়ে নিলাম। একটা ছোট্ট ভিডিওগ্রাফি করেছি। আর একটা স্টিল খানিকটা ব্যানারের মতো দেখতে৷ এইগুলো বানাতে বানাতে আমার মনে হল সেই দিন বেশি দূরে নেই যেদিন পুস রাজার মতো বসে যাবে৷ তবে পুসের রাজসভা নিয়ে কেন কোন পোস্ট লিখব না? সব্বাই যখন কবিতা লিখছে আমি ভাবলাম একটু কবিতার বাইরে গিয়ে কিছু লিখি৷ তো আজ সেই চেষ্টাই করছি৷

আমাদের কমিউনিটিতে মোট সাতজন অ্যাডমিন আর চার জন মডারেটর। এই হেতু পুসের রাজসভা হয় এগারো-রত্ন সভা৷ রাজা বিক্রমাদিত্যের থেকে সামান্য বেশি৷ কারণ পুসের রাজ্যপাটও বেশি৷ এবার চলুন একদিনের রাজসভার চিত্রকল্পে...



রায়-রায়ান রাজচক্রবর্ত্তী দিগমণ্ডল-বিজেতা দিগ্বিজয়ী বীর শ্রীমান রাজা-বাহাদুর সম্রাট পুস রাজসভায় পদার্পণ করছেন...


লাল কার্পেটে মোড়া রাজসভার লাল ভেলভেট দেওয়া সিংহাসন থেকে এগারো-রত্ন উঠে দাঁড়ালেন৷ রাজা পুস সভা আলো করে ঢুকলেন—

InShot_20240908_230826514.jpg


পুস— সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? বাহ বাহ আজ দেখছি আমার সভা একেবারে পরিপূর্ণ। তা আপনারা যে রাজসভায় কিছুদিন ধরে সঠিক সময়ে আসছেন এই বিষয়টা আমায় বেশ আপ্লুত করছে। কি খবর হাফিজ-মশাই, সংবাদ সব কুশল তো?

হাফিজুল্লাহ- জ্বি রাজাবাহাদুর। কারেন্সি মার্কেটে আপাতত বড় কোন সমস্যা নাই৷ সমস্ত প্রোমোশনের কাজ ঠিক মতো চলছে৷ কিছু কিছু হোর্ডিং বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছিল, আমি সেগুলো বদলানোর কথা ভেবেছিলাম, আপনি কি বলেন?

পুস — হ্যাঁ, এবার বর্ষাটা বেশ জোরালো হল বটে৷ আচ্ছা আরিফ সাহেব, আপনি এমন কিছু প্রোগ্রাম তৈরি করতে পারেন তো যা রান করালে এই প্রোমশনাল বিজ্ঞাপনগুলোর ব্যানার অটোমেটিক্যালি পরিবর্তন হতে পারে। আর সেগুলো সিজিনাল হবে৷ সেক্ষেত্রে হাফিজ-মশাইয়ের খানিক সুবিধে হয়। এরম কি কিছু ভাবা যায়?

মহম্মদ আরিফ — অবশ্যই রাজাবাহাদুর৷ আপনার বাহাদুরি দূর দূর ছড়িয়ে দেবার জন্য যাবতীয় প্রযুক্তিগত উন্নয়নের দিক দেখাই আমার কাজ৷ আপনার কথা মতো কাজ হয়ে যাবে৷ তবে আমাকে একটু সময় দিন৷ আজ একটা নতুন কমান্ড তৈরি করেছি রাজ্যবাসী এই কমান্ড ব্যবহার করে খুব সহজেই আপনার আগামী গতিমুখ সম্পর্কে সামান্য অবগত হবে৷ অর্থাৎ নানান ধরণের সম্ভবনাগুলো দেখতে পাবেন৷ এই বিষয়টা আপনার পছন্দ হয়েছে?

পুস— সাবাস আরিফ সাহেব, আপনি আমার আদেশের আগেই রাজ্যবাসী সম্পর্কে এমন ভেবেছেন এ সত্যিই আনন্দের৷ এর জন্য আপনাকে পুরস্কৃত করা হবে৷ ( উউউউউ সব সময় আরিফভাই পুরস্কার নিয়ে চলে যান৷ এ কোনভাবেই থামানো যায় না - বাকিরা মনে মনে ভাবছেন)

কি উইংকলেস বাবু, আপনি কি ভাবছেন? আপনার তো বিশেষ ভাবে কিছুই বলার থাকে না দেখি, তা বিনিয়োগ বাজারে আপনার আর্টফর্মগুলোর নতুনত্ব ঘটিয়ে আনবেন বলেছিলেন তার কি খবর?

উইংকলেস— না না রাজাবাহাদুর, এমন বলবেন না, আমি আসলে একটু মানে ইয়ে, কম কথা বলি৷ কিন্তু আপনার নির্দেশ মতো সব কাজই তো করি। এই যে দেখুন লোগোকে কেন্দ্র করে আমি কিছু আর্টফর্ম বানিয়েছি৷ তার মধ্যে কিছু কমিউনিটিতে প্রকাশও করেছি। ভালো সাড়া পেয়েছি৷ কিছু রাজ্যবাসী তো দেখলাম সেইগুলোই একটু অদলবদল করে নিজেরা এঁকেছে এই রূপে প্রদর্শনীও চালু করে দিল। তবে রাজাবাহাদুর রাজ্যবাসীদের সিংহভাগই কিন্তু খুবই শৃঙ্খল।

পুস— এটা বেশ ভালো৷ তবে আপনার তো ভালোই জয়জয়কার হচ্ছে। বাহ বাহ। এই তো চাই৷ রাজবাসীদের ভালো না রাখলে আমার শ্রীবৃদ্ধি কিভাবে হবে? তাহলে কিং পরশ, আপনি একটা প্রতিযোগিতার আয়োজন করুন। আজই সন্ধেতে ঢ্যাঁড়া পিটিয়ে দিন, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুস কয়েনকে কেন্দ্র করে সব থেকে ভালো ম্যান্ডেলা আর্ট যে বানাবে তাকে এক মোহর পরিমান পুস কয়েন দেওয়া হবে৷ আর সুমন বাবু, আপনি কিন্তু চোরধরার ফাঁদটা ভালো করে পাতবেন৷ কেমন? মানুষের তো সস্তায় বাজিমাত করার অভ্যেস আছে, সেটা ভুললে চলবে না।

কিং পরশ— ঠিক আছে রাজাবাহাদুর। আমি এখুনই বিজ্ঞাপণ লিখে প্রহরীদের নিয়ে নিজে যাচ্ছি ঘোষণা করতে৷ একটাই পুরস্কার দেওয়া হবে নাকি প্রথম পাঁচজনকে?

পুস— প্রথম পাঁচজন কে৷ প্রথম জন পাবে এক মোহর সমান পুস কয়েন, দ্বিতীয় জন পাবে এক গিনির সমান পুস কয়েন তৃতীয়জন পাবে এক গিনির অর্ধেক পরিমান পুস কয়েন। আর বাকি দু'জন পাবে এক গ্রাম সোনার পরিমানে পুস কয়েন।

সুমন— আপনার অনেক বড় মন রাজাবাহাদুর। রাজ্যবাসী ভীষণ খুশি, তাদের অভাব অনটন তো আজ আর একেবারেই নেই বরং প্রত্যেকেই স্বপ্নপূরণের জন্য পদক্ষেপ নিচ্ছে৷ তবে কিছু চোর ছ্যাঁচ্চড় তো থেকেই যায়৷ আমি তিন জনকে কাল ধরেছি। অপরাধ সামান্য ছিল তাই আজ সভায় হাজির করিনি। হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দিয়েছি।

পুস— আপনাদের জন্যই এতো প্রচার, এতো বৃদ্ধি। আপনারা প্রত্যেকেই রত্ন আমার রাজসভায়৷ আচ্ছা স্বাগতাদেবী আপনি কিছু বলুন, রাজ্য পরিদর্শনে গিয়েছিলেন? কোথাও কোন সমস্যা?

স্বাগতা— না না একেবারেই না৷ সেই ভাবে সমস্যা আমাদের রাজ্যে কোথাও নেই। আমি ভেবেছিলাম প্রত্যেকের বিনোদনের জন্য রোজ একটা করে খেলা রাখার কথা। তবে রাজ্যবাসীর রাজাকে ঘিরে আগ্রহ ও ব্যস্ততা বাড়বে আর খেলার ছলে তাদের ট্রেডিং সম্পর্কে আরও কিছু প্রশিক্ষণ দিয়ে দিতে পারব৷ আমাদের লক্ষ্য হবে দুর্বল মানে যাঁরা ঠিক মতো ট্রেডিং করতে আজও পারছেন না তাঁদের প্রতি।

পুস— ভাবনাটা খারাপ না৷ তবে একটা সহজ নিয়মের ওপর নির্ভর করে নতুন কোন খেলা নিয়ে আসুন সিয়াম বাবু , রূপক বাবু, আপনাদের যৌথ উদ্যোগে। দুর্বলদের তালিকা আপনি তানজিরাদেবীর থেকে পেয়ে যাবেন। সভার শেষে আপনারা কথা বলে নেবেন।

সিয়াম— যথা আজ্ঞা রাজাবাহাদুর। আমার হাতে কিছু খেলা ইতিমধ্যেই আছে। তবে যারা আমাদের দেওয়া প্রশিক্ষণ ভুলে গেছেন তারা একেবারেই পারবে না৷ সেক্ষেত্রে আমি খেলাগুলো একটু সহজ ভাবে তৈরি করব আমাকে একদিন সময় দিন৷

রূপক— জ্বি রাজাবাহাদুর, তানজিরাদেবীর সাথে কথা বলে নেব, আর আমি অবশ্যই সিয়ামবাবুকে সহায়তা করব৷ আমার মাথায় কিছু খেলার পরিকল্পনা আছে, আমাদের যৌথ উদ্যোগে সেগুলো অবশ্যই কার্যকরী করব।

পুস— বেশ বেশ, ঠিক আছে। নওরিনদেবী, আপনি কিছু বলুন...

নওরিন— হ্যাঁ রাজাধিরাজ বলার জন্যই অপেক্ষা করছিলাম। সিয়ামবাবু যে কথাটা বললেন তারই সুত্র ধরে বলছি অনেকেই সমস্ত ট্রেনিং ভুলে গিয়েছে, আমি যখনই সবার কার্যকলাপে নজর দিই লক্ষ্য করেছি অনেকেই একজন করে সাহায্যকারীকে পাশে রেখে কাজ করে যারা তাদের পরম আত্মীয়৷ এরা এটাই বোঝে না আত্মীয় বা পরম সবই ব্যক্তিগত জায়গায়। আমাদের রাজ্যে ব্যক্তিগত বলে কিছু নেই। এখানে আমরা সবাইকে আত্মনির্ভরশীল করতে চেয়েছি। আমি এদের কি করব? সরাসরি বার করে দেব নাকি আরেকবার ইস্কুলঘরে তুলে আনব?

পুস— একটা সুযোগ দিন। এখনই এতো কঠোর হওয়ার দরকার নেই। শুভবাবু, বলুন খবর কেমন? আপনি রাজ্যের সাধারণ নিয়ম আর ডোনেশনগুলোর ব্যপারে সপ্তাহে দুবার করে সবাইকে বলবেন৷ মানুষের কাজই হল নিয়মের বিরূদ্ধে যাওয়া৷ তাদের আমাদেরই সঠিক পথে ধরে রাখতে হবে নইলে এতো শ্রী-এর মধ্যে কালি ছড়িয়ে যাবে যে৷

শুভ— আমি সেটা করছি নিয়মিত। আর সবাইকে উৎসাহিত করার জন্য সপ্তাহে দুদিন করে জমায়েত রেখেছি৷ সেখানে সামান্য মিষ্টিমুখ, আড্ডা গল্প করে উৎসাহিত করে রাখার চেষ্টা করি। এতে করে কারোর মধ্যে একঘেঁয়েমি এসে যায় না৷ আর প্রতিটা খবরের কাগজের দিকেও লক্ষ্য নজর রেখেছি৷ আমি একা নয় রাজাবাহাদুর৷ আমরা সবাই মিলেই করে থাকি৷

পুস— তানজিরা দেবী, আপনি কি আজও চুপ থাকবেন? কিছু বলুন, আপনার দায়িত্বে রাজ্যের যে অংশটা আছে সেখানের খবর কি?

তানজিরা— শুভ সকাল রাজাবাহাদুর, সবই ঠিক আছে। বাকিরা যেমন বললেন সব জায়গাতেই সব রকম মানুষ আছেন। আমরা চেষ্টা করছি সবাইকে নিয়মের মধ্যে ভালো রাখতে। শৃঙ্খলাই তো আমাদের ধর্ম। সততা আমাদের ভীত৷ এই মন্ত্রে সবাইকে রোজই উদ্বুদ্ধ করার চেষ্টা করি৷ বাকি মোটামুটি সবই ভালো।

পুস— বাহ, তবে আজকে সেরকম বিশেষ কোন সমস্যা নেই৷ আমি তবে আজই আমাদের পরম প্রিয় RME মহারাজের সভায় দূত পাঠিয়ে দিচ্ছি কুশলমঙ্গল সংবাদ নিয়ে৷ উনি এবং ছোট মহারাজা(ব্ল্যাক) নিশ্চই সব শুনে আপ্লুত হবেন৷ উনি ছাড়া যে আমার এই রাজসভার জন্মই হত না৷ আপনারা কি বলেন?

নওরিন— জ্বি রাজাবাহাদুর, মহারাজ খুবই খুশি হবেন৷ আমরা সবাই ওনার শিক্ষায় শিক্ষিত। উনিই আমাদের ছাতা। রাজাবাহাদুর, গতকাল রাতে উনি সংবাদ পাঠিয়েছিলেন, আপনার জন্য উপযুক্ত পাত্রীর খোঁজ পেয়েছেন সেখানে আপনাকে নিয়ে যাবেন স্বয়ংবরসভায় অংশগ্রহণ করাতে৷ আরও জানিয়েছেন উনি নিজেই আসবেন নিয়ে যেতে৷

পুস— (লজ্জা পেয়ে) সে আমি আর কি বলব মহারাজ যদি চান... তবে আমি একা যাবো না, আপনারাও যাবেন সাথে। আমার একা কোথাও ভালো লাগে না।

সবাই খুশিতে হেসে উঠল...

সামান্য নৃত্যগীত হওয়ার পর স্বয়ং রাজাবাহাদুর পুস সভার সমাপ্তি ঘোষণা করলেন মুঠো মুঠো কয়েন হরিরলুট দিয়ে।

এগারো-রত্ন এক সাথে চেঁচিয়ে বললেন,

জয় রাজাবাহাদুর পুসের জয়


সভার সাথে সাথে আমারও ব্লগ এখানেই শেষ করলাম। একটু বড় হল ঠিকই তাও আপনারা পড়বেন সেই আশাই করব৷ অ্যাডমিন মডারেটরদের কাউকে ট্যাগ দিলাম না। বিব্রত করতে চাই না৷ তবে আপনাদের নিয়ে লিখলাম ভালো হোক খারাপ হোক আপনারা পড়লে আমি আনন্দিতই হবো৷

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণপুসের ভবিষ্যৎ
ছবি এডিটিংনীলম সামন্ত
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপক্যানভা, অনুলিপি, ইনশট


1000216466.jpg


৫% বেনেফিশিয়ারি এবিবি স্কুলকে এবং ১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


puss-in-boots_0.png

1000205458.png

Black White and Yellow Digital Glitch Money YouTube Thumbnail_20240908_111517_0000.png

1000205505.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

খুব মজা পেলুম দিদি। রবী ঠাকুরের কিছুটা ভাব আছে লেখায়। সে যাজ্ঞে। সম্ভবত প্রথমে যখন কিং পরশদার নাম লিখেছেন ওখানে সুমন ভাই হবে। অবশ্য পরশদা'ও হতে পারে। কিছু জায়গায় বানান ভুল বলা যায়না, টাইপিং স্লিপ হয়েছে। এগুলো অবশ্য খুবই কমন। কিন্তু এত দারুণ একটি লেখায় ওগুলো বেমানান লাগলো বিধায় বলা। ফাটিয়ে দিয়েছেন।

 4 months ago 

লেখাটা লিখতে লিখতে এতো বড় হয়ে গেছে আর চেক করা হয়নি। আমি দেখে এডিট করে দিচ্ছি৷ আর নামটা আল একটু এলোমেলো করেই দিয়েছি। যখন যেভাবে পুস কথা বলেছে সেভাবেই এসছে৷ অ্যাডমিনরা আগে ও মডারেটররা পরে এমন নয় বিষয়টা৷

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আনন্দ পাওয়ার জন্যই লেখা৷ ব্লগটা লেখার পর আমি নিজেও বেশ কিছুক্ষণ হেসেছি৷

 4 months ago 

আপনার পোস্ট টা এককথায় অসাধারণ ছিল। পুশকে যেভাবে রাজসভায় স্বাগতম জানালেন সেটা সত্যি প্রশংসনীয়। এবং প্রতিটা এডমিন মডারেটর পুশের সামনে তাদের যেভাবে জাহির করছে এটা অসাধারণ ছিল। সবমিলিয়ে চমৎকার লিখেছেন আপু। বেশ ভালো লেগেছে। এটা একেবারে অন্য ক‍্যাটাগরির একটা পোস্ট ছিল।

 4 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর মন্তব্য করলেন৷ আমারও লিখে খুব ভালো লাগছে৷

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.24
JST 0.040
BTC 102874.64
ETH 3294.40
SBD 6.38