You are viewing a single comment's thread from:

RE: রহস্যগল্প 'মাশরুম" - পর্ব ০৩ [শেষ পর্ব]

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার গল্পের প্রথম দুই পর্ব পড়ে আমার মনে হয়েছিলো এটি একটি থ্রিলার ঘরানার গল্প। কিন্তু শেষ পর্ব পড়ার পর বুঝতে পারলাম এটি সায়েন্স ফিকশন। ১৯৮০ সালে বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন কার্নিভোরাস টক্সিক মাশরুম বা ওয়েস্টার মাশরুম। এই ধরনের মাশরুম মুহূর্তের ভেতর মানুষকে এর বিষ দারা প্যারালাইসড করে ফেলে কিছু বুঝে উঠার আগেই। ডঃ সোম এই মাশরুম এর জিন পরিবর্তন এর মাধ্যমে অদৃশ্য একটি ভয়ঙ্কর রূপ দিয়েছে। যেটা মিঃ বালাপোরিয়া বুঝতে পারেনি। তার সতর্কতা বিহীন অযাচিত কৌতুহল তাকে মৃত্যুর পথে ঠেলে দিলো। তার অবশ্যই মরা গিনিপিগ দেখে বিপদটা আঁচ করা উচিৎ ছিলো।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53912.73
ETH 2234.17
USDT 1.00
SBD 2.30