You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪০
কলেজ লাইফে আসলে আমার অনেক মজার ঘটনা ছিল আরিফ ভাই, সেগুলো আসলে বলে তো শেষ করা যাবে না। তবে একটা ঘটনা আমার মনে পড়ছে সেটা এখন বলি। কলেজে পড়াকালীন আমি বেশ কিছুকাল বয়েজ হোস্টেলে ছিলাম এবং ওই সময়টাতে আমি এত পরিমাণে দুষ্ট ছিলাম যে মাথার ভেতর সব সময় উল্টোপাল্টা জিনিস ঘোরাঘুরি করতো। আর সব খারাপ আইডিয়া আমার মাথা দিয়ে বের হতো। আমাদের বয়েজ হোস্টেলের পাশেই ছিল বড় একটা নারকেল বাগান। আমাদের হোস্টেলের জানালা দিয়ে আবার সেই নারকেল বাগান দেখা যেত।সেখানে সুন্দর সুন্দর ঝুলে থাকা কচি ডাব দেখে খেতে খুব লোভ লাগলো। এজন্য আমরা একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে বন্ধু-বান্ধব মিলে যারা খুব কাছের আছি তারা রাতের বেলা ডাব চুরি করতে যাব। যেই কথা সেই কাজ, আমরা একদিন মাঝরাতে হোস্টেল থেকে দেয়াল টপকে বেরিয়ে সেই নারকেল বাগানে ঢুকে গেলাম। তবে সমস্যা হচ্ছে ওইভাবে তো আর ডাব পাড়া যেত না। তাই একগাছি বড় দড়ির দরকার ছিল যেটা আমরা ম্যানেজ করতে পেরেছিলাম না ওই মুহূর্তে। তখন আবার দৌড়ে সেই নারকেল বাগানের মালিকের বাড়ি চলে গেলো আর ওদের গোয়াল ঘর থেকে ওদেরই দড়ি চুরি করে নিয়ে আসলো আমার এক বন্ধু। তারপর একজনকে গাছে উঠিয়ে দিলাম যেহেতু আমি গাছে উঠতে পারিনা। তারপর আস্তে আস্তে করে দুই তিন গাছ থেকে বেশ কয়েকটা ডাব পাড়া হল। এরপর আমরা ওখানে বসেই ডাব খেয়ে দড়ি ওখানেই রেখে বাড়ি চলে আসলাম। পরদিন সকালবেলা ওই লোক আমাদের হোস্টেলে এসে নালিশ করে গিয়েছিল। তবে কে করেছে সেটা তো টের পায়নি, আর আমরাও কোনোদিন প্রকাশ করিনি। এরপর দেখতাম মাঝ রাতে মাঝেমধ্যেই ওই লোক লাইট নিয়ে ঘুরঘুর করে বেড়াতো গাছের তলা দিয়ে, আমাদের ধরার জন্য। তবে আমরা তো আর কোনদিন যাইনি সেখানে ওই একবারই গিয়েছিলাম। |
---|