You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৯

ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল এই ঘুড়ি ওড়ানো নিয়ে। আসলে বলতে গিয়েই প্রচণ্ড রকম হাসি পাচ্ছে। হা হা হা... ছোটবেলায় আমার মামার ঘুড়ি উড়ানোর খুব শখ ছিল এবং আমার মামা এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। সেগুলো আসলে নরমাল কোন ঘুড়ি ছিল না এক একটা ঘুড়ি প্রায় ৫ ফুট, ৬ ফুট বা তারও বেশি হতো। আর ওই ঘুড়িগুলো ওড়ানোর আগেই গাছে ঘুড়ির মোটা সুতো বেঁধে নিতে হতো, না হলে যে ঘুড়ির সুতো ধরে রাখত তাকে সহ উড়িয়ে নিয়ে চলে যেত। আমি আবার ছোটবেলা থেকেই প্রচণ্ড পাকা ছিলাম। তখন আমি ছিলাম দুই ফুট আর মামার ঘুড়ি ছিল প্রায় পাঁচ ফুট এর মত। মামা আমাকে তখন বলেছিল যে যা তুই ঘুড়ি নিয়ে ওই দিকে চলে যা আমি যখন বলব তখন ঘুড়ি উড়িয়ে দিবি। তবে আমি এত পাকা ছিলাম যে মামাকে বললাম, যাও তুমি গিয়ে ঘুড়ি ওড়াও আমি সুতো ধরছি। তখন মামা বলল তুই পারবি না তোকে নিয়ে উড়িয়ে চলে যাবে। কিন্তু কার কথা কে শোনে, আমি বললাম যে আমি পারবো। আসলে ঘুড়ির লাটাই অনেকটা মাটির সাথে গেঁথে রেখে দিয়েছিলাম সেজন্য ভয় অনেকটা কম লাগছিল। যাইহোক মামা কোন কিছুতেই যখন আমাকে বশ করতে পারলো না, তখন বলল ঠিক আছে তুই ধর তাহলে আমি গিয়ে ঘুড়ি উড়িয়ে দিচ্ছে। বেশ কিছুদূর গিয়ে যখন একটু বাতাস শুরু হল তখন দেখলাম মামা ঘুড়ি উড়িয়ে দিল। বিশ্বাস করবেন না সুমনদা, আমি মনে হয় ঘুড়ির সাথে উড়ে গিয়ে খালের জলের ভিতর পড়লাম। ওই ১০-১৫ সেকেন্ড নিজেকে আসলে পাখি মনে হচ্ছিল। প্রথমত বেশ কিছুদূর ধানের ক্ষেত দিয়ে টানতে টানতে নিয়ে গেল। তারপর হঠাৎ করে ঘুড়ি যখন উপরে উঠে গেল তখন আমিও ঘুড়ির সাথে উড়ে চলে গেলাম। ঐদিন প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিলাম।
Sort:  
 last year 

দৃশ্যটা ভাবলেই কেমন হাসি পাচ্ছে😂😂😂😂

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62579.62
ETH 3455.51
USDT 1.00
SBD 2.53