এই গরমে তো দুপুরে বেরোনো আসলেই বেশ দুর্বিষহ হয়ে উঠেছে। আর AC ছাড়া কোনো রেস্টুরেন্টে খাওয়াটাও বেশ চাপের। তবে ডোমিনোজের এই ব্রাঞ্চটাতে আমিও বেশ কিছুদিন আগে গিয়ে খেয়ে আসলাম। তাদের কোয়ালিটিতে কোন পরিবর্তন নেই, সব সময় তারা একই কোয়ালিটি মেন্টেন করে।
এয়ারকন্ডিশন ছাড়া কোন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া এখন সত্যিই অনেক চাপের বিষয়। ডোমিনোজে খাবারের কোয়ালিটির মান সব সময় বজায় রাখে।