You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন ১৩৮ || মানুষ জেনে শুনে খাল কেটে কুমির কেন আনে?
আসলে কথাটা খাল কেটে কুমির হবে না সিয়াম ভাই, কথাটা হবে মানুষ বিয়ে করে কুমির কেনো ঘরে আনে। এই কথার উত্তর একদম সহজে দেওয়া যায়, আমরা পুরুষ মানুষরা খুবই নরম মনের । আমাদের পুরো শরীর জুড়ে দয়ামায়া ভরা। এইজন্য অন্যের বাড়ির বিষাক্ত কুমির আমরা বিয়ে করে ঘরে নিয়ে আসি। এতে করে যারা এতদিন কুমিরটাকে পেলে পুষে বড় করেছে তারা কিছুটা স্বস্তির নিশ্বাস পায়, আর আমরা সেই যন্ত্রণা বুকে টেনে নেই। তাছাড়াও অনেক মানুষ শখ করে খাল কেটে কুমির আনে, তাদের কথা আলাদা। তাদের আবার সুখে থাকতে ভুতে কেলায়। |
---|
আরে ভাই, সিক্রেট বিষয় গুলো এভাবে ফাস করে দিলে হবে না। the boys এর সেক্রেট কথাবাত্রা হাহাহা, সরাসরি তো বলা যায় না।
মাঝেমধ্যে দুই একটা কথা সামনাসামনি উপস্থাপন করতে হয়। না হলে তারা তো তাদের ভুল বুঝতে পারবে না বা তাদের সম্পর্কে সঠিক ধারণা তৈরি হবে না।
হাহাহা, আজ ভাবি নেই তো তাই এতো সাহস আমাদের, ভাবি আসলে আর বলতে পারবেন না।
এই জন্যই তো এখন বলে নিচ্ছি রে ভাই। পরে তো আর মুখ খুলতে পারবো না। দেখা গেল মুখ খুললেই ভাত বন্ধ হয়ে গেছে। 😂
হাহাহা! দাদা দেখছি ডিপলি বলে দিয়েছেন সবকিছু 😁😁