এবিবি-ফান প্রশ্ন ১৩৮ || মানুষ জেনে শুনে খাল কেটে কুমির কেন আনে?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মানুষ জেনে শুনে খাল কেটে কুমির কেন আনে?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

এখনও সিঙ্গেল আছি তাই এই বিষয়ে খুব একটা বেশি অভিজ্ঞতা নেই। যাদের অভিজ্ঞতা আছে তাদের অভিমত আশা করছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

কিছু কিছু সময় রয়েছে তখন খাল কেটে কুমির না এনে কোন উপায় নেই ভাই।যেমন ধরুন আপনার একজন বউ, বা আপনার আম্মুর জন্য একজন পুত্রবধূ দরকার এখন না এনে কি আর পারবেন। এজন্যই মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও খাল কেটে কুমির আনতে হয়।🤣😂

 2 years ago 

ভাই, ভাবি জানে এই কমেন্ট করেছেন! জানলে কিন্তু ভাত বন্ধ হাহাহা। বিয়ে তো করতেই চাই, খাল কেটেছি তবে কুমির আনতে পাচ্ছি না। হাহাহাহা।

 2 years ago 

শুধু শুধু কুমির আনলে হবে না ভাই। উন্নত ও ভালো জাতের কুমির আনতে হবে। 🤣😂🤣

 2 years ago 

হাহাহা,, আপনার মত না কি ভাই, কিছু উপদেশ দিয়েন।

 2 years ago 

অভিজ্ঞতা, দক্ষতা আর একটু চিকন বুদ্ধি বাড়ানোর জন্য ভাই, বুঝতেছেন না বাড়িটা বিশাল যুদ্ধ ক্ষেত্র বিজয়ী হওয়া কি অতো সহজ নাকি? হি হি হি

 2 years ago 

আপনার কাছে এ বিষয়ে ট্রেনিং নিতে হবে দেখছি, হাহাহা...

অভিজ্ঞতা, দক্ষতা আর একটু চিকন বুদ্ধি বাড়ানোর জন্য ভাই

মনে হচ্ছে হাফিজ ভাই আজ ভয়ে ভয়ে কমেন্টটা করেছেন। আপনার তীব্র প্রতিবাদের গলা আজ এরকম নিচু সুরে কথা বলছে কেন। 🤭

 2 years ago 

ভাই এটাও একটা কৌশল বুঝতে হবে, সৈনিকরা ভীত হয় না কৌশলী হয়। হি হি হি

আপনার থেকে অনেক কিছু শেখার আছে হাফিজ ভাই। বিয়ের আগে মনে হচ্ছে আপনার থেকে বউ কন্ট্রোল করার ট্রেনিং নিতে হবে।😁😁😂

 2 years ago 

যুদ্ধক্ষেত্রে বিজয়ী হয়ে গেলে তো আপনি সেরা ঝগড়াটে হয়ে যাবেন।😅😅

 2 years ago 

তখন পদবী পরিবর্তন করে ফেলবো, হি হি হি

আসলে কথাটা খাল কেটে কুমির হবে না সিয়াম ভাই, কথাটা হবে মানুষ বিয়ে করে কুমির কেনো ঘরে আনে। এই কথার উত্তর একদম সহজে দেওয়া যায়, আমরা পুরুষ মানুষরা খুবই নরম মনের । আমাদের পুরো শরীর জুড়ে দয়ামায়া ভরা। এইজন্য অন্যের বাড়ির বিষাক্ত কুমির আমরা বিয়ে করে ঘরে নিয়ে আসি। এতে করে যারা এতদিন কুমিরটাকে পেলে পুষে বড় করেছে তারা কিছুটা স্বস্তির নিশ্বাস পায়, আর আমরা সেই যন্ত্রণা বুকে টেনে নেই। তাছাড়াও অনেক মানুষ শখ করে খাল কেটে কুমির আনে, তাদের কথা আলাদা। তাদের আবার সুখে থাকতে ভুতে কেলায়।
 2 years ago 

আরে ভাই, সিক্রেট বিষয় গুলো এভাবে ফাস করে দিলে হবে না। the boys এর সেক্রেট কথাবাত্রা হাহাহা, সরাসরি তো বলা যায় না।

মাঝেমধ্যে দুই একটা কথা সামনাসামনি উপস্থাপন করতে হয়। না হলে তারা তো তাদের ভুল বুঝতে পারবে না বা তাদের সম্পর্কে সঠিক ধারণা তৈরি হবে না।

 2 years ago 

হাহাহা, আজ ভাবি নেই তো তাই এতো সাহস আমাদের, ভাবি আসলে আর বলতে পারবেন না।

এই জন্যই তো এখন বলে নিচ্ছি রে ভাই। পরে তো আর মুখ খুলতে পারবো না। দেখা গেল মুখ খুললেই ভাত বন্ধ হয়ে গেছে। 😂

 2 years ago 

হাহাহা! দাদা দেখছি ডিপলি বলে দিয়েছেন সবকিছু 😁😁

 2 years ago 

খালের ভেতর কুমির থাকে
সেথায় তাহার বাস,
খাল কেটে তাই কুমির আনা
এটাই ইতিহাস।
♥♥

 2 years ago 

ভাইয়া আনার সময় বাজারের খাটি ময়দা দিয়ে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে দেয় তখন কুমির মনে হয় না বিড়াল মনে হয়। কিন্তুু বাড়িতে আসার কিছুদিন পরে কুমিরের রুপ ধারন করে। তখন তো যে আনে সে ফেসেঁ যায়। রাখতেও পারে না ছাড়তেও পারে না,হি হি হি।🤣😂🤣

এই কমেন্ট বউ দেখলে রাতের খাবার বন্ধ করে দিবে।😅😅😅

 2 years ago 

প্রেমে যন্ত্রণা আছে জেনেও প্রেম করে,তবে মনে মনে মনকলা খায় যে প্রেমে মধু আছে।ঠিক তেমনি কুমিরের ডিম খাওয়ার আশায় খাল কেটে কুমির নিয়ে আসে,ভাবে মজার ডিম খাওয়া যাবে,🤣।ভাগে বেশি পড়বে তাই,হেহেহে।

 2 years ago 

আসলে এই বিষয়টা অনেকটা অভিজ্ঞতা নেই তো তাই অভিজ্ঞতা অর্জন করার জন্য এমন প্রশ্ন করেছি, হাহাহ।।

তাহলে বলতে চাইছেন যে কুমিরের ডিমই যত নষ্টের মূল। হা হা হা... বেশ মজার ছিল আপনার উত্তরটা।

 2 years ago 

কারণ দিনে দিনে খালের সংখ্যা যেমন হ্রাস পাচ্ছে তেমনি কুমিরের সংখ্যা ও কমে যাচ্ছে।তাই এক ঢিলে দুইপাখি মারতে মানুষ জেনে শুনে খাল কেটে কুমির আনে।☺️☺️

 2 years ago (edited)

এটা ঠিকই বলেছেন দিন দিন খালের সংখ্যা একেবারে কমে যাচ্ছে।

 2 years ago 

আপু খাল বন্ধ করে বিল্ডিং তুলছে যে সবাই এইজন্য।☺️☺️

 2 years ago 

ওরে বুদ্ধি, হাহাহা।। মজা পেলাম।

 2 years ago 

আপনি মজা পেয়েছেন জেনে আমি ও মজা পেলুম ভাইয়া।☺️

এই ভাবে তো কোনোদিন চিন্তা করে দেখিনি। তাহলে আসল ব্যাপার এটাই আর কি। হা হা হা...

 2 years ago 

বর্তমানের যুগে আমার এটাই মনে হয়েছে দাদা☺️☺️

 2 years ago 

দিদি, আপনার কথায় কিন্তু লজিক আছে 😁

 2 years ago 

হি হি,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

শান্তিতে থাকতে ইচ্ছে করে না, এই জন্যই আর কি, খাল কেটে কুমির ডেকে আনে।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আমাদের সুখে থাকতে ভুতে কিলায় তাইতো আমাদের শান্তি পছন্দ হয়না, ঝগড়া করার জন্যেও অন্তত পক্ষে একটা মানুষ দরকার।।

 2 years ago 

শান্তিতে ঘুমানোর মাঝে কোন শান্তি নাই। তাই তো বাঙালিরা নিজের জীবনে অশান্তি ডেকে আনে।🤪

 2 years ago 

পরে যেন কুমিরের চামড়া রপ্তানি করে বিদেশী মুদ্রা অর্জন করা যায় ।

 2 years ago 

সত্যিই অনেক কিছুই বিদেশী মুদ্রা অর্জন করা যাবে। হি হি

 2 years ago 

আরে ভাইজান এই কুমির তো সেই কুমির না, হাহাহা

 2 years ago 

সুখে থাকতে ভুতে কিলায়। তাইতো শখ করে কুমির পোষার জন্য খাল খুঁড়ে। আর সেই খাল শেষে জীবনের কাল হয়ে দাঁড়ায়।😅😅

 2 years ago 

এখন থেকে এসব এর ট্রেনিং নিচ্ছেন দেখছি, হাহা।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 92452.51
ETH 3105.57
USDT 1.00
SBD 3.16