You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন-৬৮ || আপনি হঠাৎ করে লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন?

আমাদের এখানে যেহেতু জমির দাম বেশি তাই মাত্র ৩ কাঠা জমি কিনব। এবং এই তিন কাঠা জমির উপর চার তলা বিল্ডিং বানাবো। তারপর বছর খানেকের ভিতরেই চারখানা বিয়ে করব আর পড়াশোনাকে ডিভোর্স দিয়ে দেবো। তারপর সকাল বিকাল "একতলা টু চারতলা" আবার "চারতলা টু একতলা" করতে থাকবো। এতে করে আমার শরীর ও যেমন ফিট থাকবে তেমনি মন মেজাজও ফুরফুরে থাকবে। আর এইসব কিছু শেষ হলে যদি বাকি কিছু টাকা থাকে তাহলে তা দিয়ে পৃথিবী ভ্রমণে বেরোব।
Sort:  
 2 years ago 

এইসব না করে এক কোটি টাকা গরিব মানুষদের দান করে দিয়েন ভগবান আপনার মঙ্গল করবে।

আমি নিজেই গরীব। আমি আবার কাকে দেবো।

 2 years ago 

পকেটের দিক থেকে গরিব হলেও মনের দিক থেকে বড়লোক হওয়া প্রথম জরুরী কাজ।

 2 years ago 

বাপরে বাপ,চারখানা বিয়ে তাহলেই বছর খানেকের মধ্যে আরো চারজন বেড়ে যাবে পরিবারে ,আপনার আর পৃথিবী ভ্রমন করা হলো না।হি হি😁😁

তাতে তো সমস্যা নেই। যার হাতে কোটি টাকা আছে তার এই সব চিন্তা করার দরকার নেই।

 2 years ago 

হাতে আর থাকবে কই, সব তো বৌদিরা ভাগ করে নিয়ে নিবে,হি হি।

হায় হায় বলেন কি...😰😰 তাহলে বিয়ে ক্যান্সেল

 2 years ago 

না না দাদা,বিয়ে ক্যান্সেল করলে আমাদের এলাহী খাওয়া দাওয়া মিস হয়ে যাবে।😢

 2 years ago 

জায়গা কিনে বাড়ি করতে আর কিছু থাকবে না মনে হয়।
চারটে বিয়ে না করলে হয়তো কিছু আশা করা যেত হা হা হা।

যার যেটার অভাব সে তো সেটাই চিন্তা করবে। তাহলে বিয়ের প্ল্যান ক্যান্সেল করে দেই কি বলেন...

 2 years ago 

সেটার অত অভাব অনুভব করলে প্ল্যান ক্যান্সেল বা করে শর্ট করতে পারেন !!

 2 years ago 

যে নাকি এক খানাও বিয়ে করবে না বলে সারাদিন চেঁচায় ,সে নাকি চার চারটে বিয়ে করবে। কি সাংঘাতিক। এই জন্যই বলে টাকা থাকলে হাতির পাঁচ পা দেখে ,আর আপনি টাকা পাওয়ার আগেই হাতির ৭পা দেখছেন। 🤣🤣

আপনার ভয়ই পাচ্ছিলাম। আপনি কিছু একটা বলবেন এটা আমি জানতাম।

বিয়ে যদি করতেই হয় তাহলে একটা কেনো করবো। চার পাচটা করবো। 😁😁🤣

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.036
BTC 94781.20
ETH 3263.66
USDT 1.00
SBD 3.08